দেশের সময় ,কাকদ্বীপ: লোকসভা নির্বাচনের আগে নাগরিকত্ব সংশোধনী আইন তথা সিএএ লাগু হবে বলে আগেও প্রতিশ্রুতি দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। কিন্তু এবার একেবারে সময় বেঁধে দিলেন। আগামী এক সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গ ও দেশের অন্যান্য রাজ্যে সিএএ লাগু হবে।

রবিবার দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের এক সভা থেকে এই মন্তব্য করেছেন তিনি। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ওই সভা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “সাত দিনের মধ্যে সিএএ লাগু হবে। আপনারা সেটা দেখতে পাবেন। আমি এই মঞ্চ থেকে গ্যারান্টি দিয়ে যাচ্ছি।”

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে কেন্দ্রের সঙ্গে শুরু থেকেই বিরোধ রয়েছে রাজ্যের। শুরু থেকেই ওই আইনের বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বছর খানেক আগে রাজ্যে এসে এই আইন লাগু হবে বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার শাহের সেই বার্তার কথাও মনে করিয়ে দিয়েছেন শান্তনু।

কেন্দ্রীয় মন্ত্রী এদিন উল্লেখ করেছেন, কীভাবে রাজ্যে মতুয়া সম্প্রদায়ের মানুষ বঞ্চিত হচ্ছেন। তাঁদের স্বার্থে সিএএ আইন লাগু হওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। শান্তনু ঠাকুর এদিন বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে থাকেন, কারও কাছে ভোটার কার্ড, আধার কার্ড থাকলেই তিনি ভোট দিতে পারবেন, নাগরিক হিসেবে গণ্য হবেন। কিন্তু আমি শুনেছি বহু মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হন। তারা সবাই মতুয়া সম্প্রদায়ের মানুষ। কেন এই মানুষগুলো বঞ্চিত হচ্ছেন? তার জবাব দিতে হবে মুখ্যমন্ত্রীকে।”

শান্তনুর মন্তব্য প্রসঙ্গে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, উনি মন্ত্রী, নিশ্চয় জানেন কীভাবে কী হবে। আমরা ওঁর কথায় ভরসা করতেই পারি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here