দেশের সময় কলকাতা : শেখ শাহজাহান কাণ্ডে ফের ধাক্কা খেতে হল রাজ্য সরকারকে। কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডনের বেঞ্চ পষ্টাপষ্টি জানিয়ে দিল আর ২ ঘণ্টার মধ্যে অর্থাৎ বুধবার বিকেল সাড়ে ৪টের মধ্যে শেখ শাহাজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে।

এই একই নির্দেশ মঙ্গলবারও দিয়েছিল কলকাতা হাইকোর্ট। শেখ শাহজাহান সিআইডির হেফাজতে রয়েছে। তাই রাজ্য গোয়েন্দা বিভাগের হেড কোয়ার্টার ভবানী ভবনে পৌঁছ গিয়েছিলেন সিবিআই অফিসাররা। কিন্তু সন্ধে সাড়ে ৭টা পর্যন্ত অপেক্ষা করে তাঁদের ফিরে আসতে হয়। কারণ, সিআইডি কর্তারা জানিয়ে দেন, এ ব্যাপারে সুপ্রিম কোর্টে আবেদন করেছে রাজ্য সরকার। তাই শাহজাহানকে এখনই হস্তান্তর করা যাবে না। 

মঙ্গলবার রাজ্য সরকারকে এক প্রস্ত ফিরিয়ে দিয়েছিল সর্বোচ্চ আদালত। বুধবার সকালে রাজ্য সরকারের তরফে ফের আপিল করা হয় সুপ্রিম কোর্টে। কিন্তু বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানিয়ে দেয়, এ ব্যাপারে সুপ্রিম কোর্ট কোনও হ্স্তক্ষেপ করবে না। রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি তাঁর আবেদনে বলেন, সুপ্রিম কোর্ট বিষয়টি না শুনলে কেন্দ্রীয় এজেন্সি রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করবে। কিন্তু সেই যুক্তিও শুনতে চায়নি সুপ্রিম কোর্ট।

এদিকে  ইডি এদিন ফের কলকাতা হাইকোর্টে আবেদন করে। শেখ শাহজাহানকে হস্তান্তরে রাজ্য সরকার যে অসহযোগিতা করছে তা তুলে ধরা হয়। তার পরই বিচারপতি হরিশ টন্ডনের বেঞ্চ জানিয়ে দেয়, বুধবার বিকেলের মধ্যে শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে ।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here