RG Kar Incident ‘সরকারই আমাকে ফাঁসাচ্ছে’, চার্জ গঠনের পর প্রিজ়ন ভ্যান থেকে চিৎকার সিভিকের : দেখুন ভিডিও

0
150

দেশের সময় কলকাতা : আরজি কর ধর্ষণ ও খুনের ঘটনায় চার্জ গঠন হলো শিয়ালদহ আদালতে। সঞ্জয় রায়ের নামে চার্জ গঠন হয় সোমবার। এবার ট্রায়াল শুরু হবে। এদিকে এদিন আদালত থেকে সঞ্জয়কে বের করার পরই সংবাদমাধ্যমে মুখ খোলেন সঞ্জয়। প্রিজন ভ্যানের ভিতর থেকে কার্যত ক্ষোভে ফেটে পড়েন সঞ্জয়। দাবি করেন, তিনি নির্দোষ। তিনি এই ঘটনার সঙ্গে কোনও ভাবেই যুক্ত নন। সঞ্জয়ের দাবি, তাঁকে ফাঁসানো হচ্ছে। দেখুন ভিডিও

আরও এক বার নিজেকে ‘নির্দোষ’ বলে দাবি করলেন আরজি কর-কাণ্ডে ধৃত সিভিক ভলান্টিয়ার। সোমবার শিয়ালদহ আদালতে ধৃত সিভিকের বিরুদ্ধে চার্জ গঠন হয়। তার পর তাঁকে প্রিজ়ন ভ্যানে তোলা হলে ধৃত সিভিক চিৎকার করে বলতে থাকেন, “আমি কিন্তু পুরোপুরি নির্দোষ। আমায় ফাঁসানো হয়েছে।” একই সঙ্গে সরকারের বিরুদ্ধে ‘ফাঁসানোর’ অভিযোগও তুলেছেন তিনি।

এই প্রসঙ্গে আরজি কর হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার বলেন, “আমি এত দিন চুপচাপ ছিলাম। আমি কিন্তু রেপ (ধর্ষণ) অ্যান্ড (এবং) মার্ডার (খুন) করিনি। আমার কথা শুনছে না। সরকারই আমাকে ফাঁসাচ্ছে। আমি এত দিন চুপচাপ ছিলাম।” একই সঙ্গে তাঁর সংযোজন, “আমায় সব জায়গায় ভয় দেখাচ্ছে। যে তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। আমার ডিপার্টমেন্টও আমায় ভয় দেখিয়েছে। আমি কিন্তু নির্দোষ।”

সোমবার দুপুরেই শিয়ালদহ আদালতে নিয়ে যাওয়া হয় আরজি করে চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় অভিযুক্তকে। চারদিকে ছিল নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপ। তার মাঝেই প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে শিয়ালদহ আদালতে নিয়ে আসা হয় ধৃত সিভিককে।

সোমবার দুপুর ২টো নাগাদ ধর্ষণ এবং খুনের একাধিক ধারায় ধৃত সিভিকের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়। ঘটনার ৮৭ দিন এবং সিবিআইয়ের চার্জশিট পেশের ২৮ দিনের মাথায় ওই মামলায় চার্জ গঠন সম্পন্ন হয়েছে। তার পর শুরু হবে বিচারপ্রক্রিয়া।

আদালতে জানানো হয়েছে, আগামী ১১ নভেম্বর থেকে ওই মামলায় শুনানি শুরু হতে চলেছে। শুনানি চলবে রোজ। আদালত সূত্রে খবর, বিচারকের সামনেও নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন আরজি কর হাসপাতালের ধর্ষণ-খুনকাণ্ডে একমাত্র অভিযু্ক্ত ধৃত ওই সিভিক।

প্রসঙ্গত, আরজি করের ঘটনার গ্রেফতারির পর ধৃত বলেছিল, ‘আমিই দোষী, আমাতে ফাঁসি দিন।’ কিন্তু তারপর শুনানির সময়ে বিচারককে বলেছিল, ‘স্যর আমার কিছু বলার রয়েছে। নয়তো দোষী করে দেবে।’


পরে একবার আদালত থেকে বেরনোর সময় সাংবাদিকদের সে বলেছিল, ‘আমি কিছু করিনি।’ কিন্তু আজ যখন তার বিরুদ্ধে চার্জ গঠন করা হল, তখন বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। বললেন, ‘সরকার আমাকে ফাঁসাচ্ছে। আমি রেপ মার্ডার করিনি। আমাকে ফাঁসানো হচ্ছে। ডিপার্টমেন্ট আমাকে চুপ থাকতে বলেছিল।’

Previous articleUS elections2024 সাত ‘সুইং’  রাজ্যে কমলার থেকে এগিয়ে ট্রাম্প! বলছে শেষ মুহূর্তের জনমত সমীক্ষার রিপোর্ট
Next articleUS Presidential Election 2024আমেরিকায় ভোটের ব্যালট বাংলা ভাষায়, শেষমুহূর্তে তুঙ্গে লড়াই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here