দেশের সময় ওয়েবডেস্কঃ সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওই বৈঠকে স্বরাষ্ট্র দফতরের একাধিক প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে।
নবান্ন সূত্রে খবর, এর মধ্যে অন্যতম হল ৬০০ গোয়েন্দা নিয়োগ । সেই সঙ্গে ২ হাজার কনস্টেবল নিয়োগ করবে রাজ্য। এর মধ্যে ১৪২০ জনকে নেওয়া হবে উইনার্স স্কোয়াডে।
প্রসঙ্গত, এই উইনার্স স্কোয়াড হল কলকাতা পুলিশের মহিলা কর্মীদের নিয়ে গঠিত স্কোয়াড। যার অর্থ হল, ২ হাজার কনস্টেবলের মধ্যে ১৪২০ টি পদ সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য।
মন্ত্রিসভার বৈঠক সবে শেষ হয়েছে। এর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিক বৈঠক হওয়ার কথা। গোয়েন্দা বলতে কী পদের কথা বলা হচ্ছে তা সাংবাদিক বৈঠকে আরও স্পষ্ট করা হবে বলে আশা করা হচ্ছে। রাজ্য ও কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ রয়েছে। কোথায় এবং ঠিক কোন স্তরে কত জনকে নিয়োগ করা হবে তাও তখন জানা যেতে পারে।
এ ছাড়া জঙ্গলমহলে ১০৫ জন হোম গার্ড নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। এর মধ্যে ৪৮ টি শূন্যপদে প্রাক্তন মাওবাদীদের নেওয়া হবে। বাকি পদে মাওবাদী পরিবারের থেকে ছেলেমেয়েদের নেওয়া হবে বলে জানা গিয়েছে।
সম্প্রতি ঝাড়গ্রাম সফরে গিয়ে এ ব্যাপারে ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁদের উন্নয়নের মূল স্রোতে ফেরানোর জন্য আর্থ সামাজিক উন্নয়নের অঙ্গীকারও করেছিলেন তিনি।