সঙ্গীতা চৌধুরী কলকাতা:

১৫ মার্চ কলকাতার আইসিসিআরে নন্দলাল বসু ও যামিনী রায় গ্যালারিতে ক্যালকাটা জার্নালিস্টস ক্লাবের উদ্যোগে শুরু হয়েছে সপ্তম আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী।  দুটি প্রদর্শনী কক্ষ প্রায় ৪৫০ টি ছবিতে সজ্জিত হয়েছে। দেশ- বিদেশের মোট ১৭৯ জন চিত্রগ্রাহকের ছবি এখানে স্থান পেয়েছে। 

শুধু প্রদর্শনী নয়, পাশাপাশি অংশগ্রহণকারীদের উৎসাহ প্রদানের জন্য থাকছে প্রতিযোগিতার ব্যবস্থাও। মোট চারটি বিভাগে এই প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে, সেগুলো হলো- নেচার অ্যান্ড ল্যান্ডস্কেপ,ওয়াইল্ড লাইফ, পিপলস অ্যান্ড স্ট্রিট এবং মনোক্রোম। এই সব বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের নগদ পুরস্কার দেওয়া হবে। আর চতুর্থ থেকে দশম স্থানে যারা থাকবেন তাদের জন্য থাকছে মেডেল। তবে এই প্রতিযোগিতার চমক হলো চারটি বিভাগেই ‘সেরার সেরা’ ছবির জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। 

প্রদর্শনীটির উদ্বোধন করেন বিশিষ্ট সাংবাদিক ও লেখক শম্ভু সেন। উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক ইমন কল্যাণ সেন, সভাপতি প্রান্তিক সেন, সহ সভাপতি নরেশ মন্ডল ও পূর্ণেন্দু চক্রবর্তী, কোষাধ্যক্ষ সাধনা দাস বসু, সহ সম্পাদক অভিজিৎ ভট্টাচার্য ও সঞ্জয় হাজরা, ক্লাব সদস্য পঙ্কজ চট্টোপাধ্যায়, তরুণ রায়, শাকিলা খাতুন, অজন্তা চৌধুরী, দীপা চন্দ, প্রলয় চ্যাটার্জি, আশিস ব্যানার্জি প্রমুখ। ১৭ মার্চ অবধি এই প্রদর্শনী চলবে। প্রতিদিনই বেলা তিনটে থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনীটি সকলের জন্য খোলা থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here