দেশের সময় ওয়েবডেস্কঃ সকাল থেকেই লম্বা লাইন। মাথার ওপর গনগনে রোদ। ভ্যাপসা গরম।

রবিবার সকাল থেকেই উত্তর ২৪ পরগনা জেলার পানিহাটি মহোৎসব ঘাটে সাজো সাজো রব। এই ঘাটে মহাপ্রভু চৈতন্যদেবের স্মৃতিবিজড়িত ৫০৬ তম দণ্ড উৎসব পালিত হচ্ছিল এদিন। সেই উপলক্ষে উপচে পড়েছে ভিড়। তবে আনন্দের সুর তাল কাটে। উৎসবকে কেন্দ্র করে ঘটে যায় মারাত্মক দুর্ঘটনা। অত্যাধিক গরমে অসুস্থ হয়ে প্রাণ হারান তিন পুণ্যার্থী। আশঙ্কাজনক আরও ১৫ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

প্রচণ্ড ভিড়ে চরম ধাক্কাধাক্কি। পানিহাটি দণ্ড চিড়ে উৎসবে চরম বিশৃঙ্খলা। এখনও পর্যন্ত অসুস্থ হয়ে ৩ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। অসুস্থ হয়েছেন আরও বেশ কয়েকজন। তাঁদেরকে বলরাম স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

পানিহাটির এই মেলা ৫০০ বছরের পুরনো। ঐতিহ্যবহনকারী এই মেলায় এমন দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে তিনি বলেন, ‘পানিহাটির ইসকন মন্দিরে দণ্ড মহোৎসবে অত্যাধিক গরম ও আর্দ্রতাজনিত কারণে তিন জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে। খুবই মর্মান্তিক ঘটনা।’ পাশাপাশি তিনি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এমনকি জেলা শাসক ও পুলিশ কমিশনারকে সব রকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, দুই বছর করোনার জন্য বন্ধ ছিল এই উৎসব। তবে এ বছর ফের শুরু হয়েছে। একদিকে গরম, অন্যদিকে প্রচন্ড ভিড়, দুইয়ের চাপে অসুস্থ হয়ে মারা (death) গেলেন তিনজন। বাকিদের হাসপাতালে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাঁদের অবস্থাও আশঙ্কাজনক। এই উৎসবে এ বছর প্রায় আড়াই থেকে তিন লক্ষ লোকের ভিড় হয়েছে বলে খবর।

তবে এত যে ভিড় হবে তা কি জানত না পুলিশ প্রশাসন? সূত্রের খবর, পুলিশ-প্রশাসনের কাছে এই বিষয়ে আগাম কোনও খবর ছিল না। দুর্ঘটনার পর এই মন্দির বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফিরিয়ে দেওয়া হচ্ছে বাকি পুণ্যার্থীদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here