রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ নীতীশ কুমার বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। তার পরেই তাঁর বাড়়িতে আসতে শুরু করেন বিজেপি বিধায়করা। সেখানে হাজির জেডিইউ বিধায়করাও।

দেশের সময় ওয়েব ডেস্কঃ সত্যি হল জল্পনা। বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতীশ কুমার । রবিবার সকাল ১১টা নাগাদ বিহারের রাজভবনে গিয়ে রাজ্যপালের হাতে ইস্তফা পত্র তুলে দেন নীতীশ কুমার। আজ বিকেলেই তিনি এনডিএ-তে যোগ দিতে পারেন। তারপর ফের শপথ নেবেন বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে।

বিগত কয়েকদিন ধরেই জল্পনা ছিল, আবার জোট বদল করতে পারেন বিহারের মুখ্যমন্ত্রী তথা জেডিইউ নেতা নীতীশ কুমার। ২০২২ সালে যে এনডিএ জোট ছেড়ে বেরিয়ে এসেছিলেন এবং আরজেডি-কংগ্রেস সহ ১৯টি দলের সঙ্গে মহাগঠবন্ধন জোট তৈরি করেছিলেন, দেড় বছর কাটতে না কাটতেই আবার সেই জোট ভেঙে এনডিএ-তে ফিরে যাবেন। সেই জল্পনাতেই সিলমোহর পড়ল আজ। রবিবার রাজ্যপালের কাছে গিয়ে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন নীতীশ কুমার।

রাজভবন থেকে বেরিয়ে নীতীশ কুমার বলেন, “মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছি। রাজ্যপালকে সরকার ভেঙে দিতে বলেছি। দলের মতামত নিয়েই ইস্তফা দিয়েছি। আগের জোট ছেড়ে নতুন জোটে যোগ দেব। ইন্ডিয়া জোটের বৈঠক আয়োজন থেকে আলোচনা, মধ্যস্থতা করা-কী কী না করেছি, কিন্তু কিছুই হচ্ছে না। তাই এই সিদ্ধান্ত।”

সূত্রের খবর, আজই বিজেপি শাসিত এনডিএ-তে যোগ দিতে পারেন নীতীশ কুমার। বিকেলে তিনি বিজেপির সমর্থনে ফের সরকার গড়বেন এবং মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন। এই নিয়ে নবমবার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন নীতীশ। জোট বদলেও রেকর্ড গড়েছেন বিহারের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী। ২০১৩ সাল থেকে ২০২৪ সালের মধ্যে মোট ৫ বার শিবির বদল করলেন তিনি।

নীতীশ কুমার মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছেন, এই খবর প্রকাশ্যে আসার পরেই তাঁর বাসভবনে একে একে আসতে শুরু করেছেন বিজেপি বিধায়করা। 

বিহারে বিজেপি পরিষদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন সম্রাট চৌধুরী এবং উপ-নেতা বিজয় সিংহ। বিজেপি বিধায়করা সর্বসম্মতিক্রমে রাজ্যে বিজেপি-জেডিইউ জোট সরকার গঠনের প্রস্তাব পাস করেছেন। ফলে বিহারে আবার ক্ষমতা দখল করতে চলেছে এনডিএ। 

এই মুহূর্তে বিহার বিধানসভায় কে কোথায়?
আরজেডি— ৭৯ বিধায়ক
বিজেপি— ৭৮ বিধায়ক
জেডিইউ— ৪৫ বিধায়ক
কংগ্রেস— ১৯ বিধায়ক
সিপিআই (এম-এল) লিবারেশন— ১২ বিধায়ক
হাম (সেকুলার)— ৪ বিধায়ক
সিপিআই— ২ বিধায়ক
সিপিএম— ২ বিধায়ক
মিম— ১ বিধায়ক
নির্দল— ১ বিধায়ক
এই মুহূর্তে বিহারে একক ভাবে সবচেয়ে বড় দল আরজেডি। তাদের ৭৯ জন বিধায়ক। যদিও তা সংখ্যাগরিষ্ঠতা ১২২-এর চেয়ে ৪৩ কম। 

লোকসভা নির্বাচনের আগে নীতীশের এই ভোলবদল বিরোধী জোট ইন্ডিয়ার কাছে বড় ধাক্কা। ইন্ডিয়া জোটের অন্যতম মুখ ছিলেন নীতীশ কুমার। জোটের সূত্র বেঁধেছিলেন তিনিই। আসন ভাগাভাগি নিয়ে যখন জোটের অন্দরে ফাটল চওড়া হচ্ছে, সেই সময়ই লোকসভা নির্বাচনের ঠিক আগে জোটই বদলে ফেললেন নীতীশ কুমার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here