দেশের সময় ওয়েবডেস্কঃ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়ার পর জোকা ইএসআই হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে জুতো ছুড়েছিলেন এক মহিলা। অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় গ্রেফতার করার পর যখন আসানসোলের সিবিআই আদালতে তোলা হত, তাঁকে দেখে গরু চোর স্লোগান দিতে শোনা যেত অনেককে। মঙ্গলবারের বারবেলায় অন্যথা হল না মানিক ভট্টাচার্যের ক্ষেত্রেও।

সোম ও মঙ্গলবার মাঝের রাতে মানিককে গ্রেফতার করেছে ইডি । এদিন দুপুর তিনটে নাগাদ মানিককে যখন ব্যাঙ্কশাল আদালতে তোলা হল তখন দেখা গেল বিজেপির জমায়েত থেকে জুতো দেখানো হচ্ছে তৃণমূলের পলাশিপাড়ার বিধায়কের দিকে। যে জমায়েতের মূলে রয়েছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ।

মানিককে যখন ব্যাঙ্কশাল কোর্টে নিয়ে আসা হয় তখন চোর চোর চিৎকারে হইহই পড়ে যায় আদালত চত্বরে। বিজেপির লোকজন ছাড়া অফিস পাড়ায় নিজেদের কাজে যাওয়া বহু মানুষও মানিককে দেখতে ভিড় করেছিলেন ব্যাঙ্কশাল কোর্টের গেটে। দেখা যায়, গাড়ি থেকে নেমে একপ্রকার দৌড়ে আদালত কক্ষের দিকে যাচ্ছেন মানিক ভট্টাচার্য।

উকিলের পোশাক পরে ওই জমায়েতের মধ্যেই ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। তিনি বলেন, একটা চোরের জন্য পুলিশ এই রকম নিরাপত্তাবলয় তৈরি করেছে। এরকম লোককে এক মিনিট জনতার সামনে ছেড়ে দিক না, সব ইনসাফ হয়ে যাবে।

এখন দেখার আদালতে ইডি মানিককে কতদিনের জন্য হেফাজতে নেওয়ার আবেদন জানায় এবং বিচারক কী নির্দেশ দেন।

অন্যদিকে, মানিকের ফোনে রহস্যময় RK-কে? এই উত্তর পেতে মরিয়া ইডি। সাঙ্কেতিক একটি নাম৷ আর সেই মোবাইল নম্বর থেকেই নম্বর বাড়িয়ে অযোগ্য প্রার্থীদের চাকরি দিতে তৈরি সংশোধিত তালিকা এসেছিল মানিক ভট্টাচার্যের কাছে৷ ইডি সূত্রে খবর, আরকে নামে এক ব্যক্তির কাছ থেকেই এই সংশোধিত তালিকা এসেছিল৷ এই ‘আরকে’ আসলে কে, সেটাই জানতে চান ইডি কর্তারা৷ যদিও এ বিষয়ে মানিক ভট্টাচার্য জিজ্ঞাসাবাদের সময় কোনও সদুত্তর দেননি বলেই দাবি ইডি কর্তাদের৷

ইডি সূত্রে পাওয়া তথ্য বলছে, টেট-এ বসা অযোগ্য প্রার্থীদের নম্বর বাড়িয়ে চাকরি দেওয়ার জন্য সংশোধিত মেধা তালিকা তৈরি করে পাঠানো হয়েছিল মানিকের কাছে৷ ‘আরকে’ নামে ওই ব্যক্তির কাছ থেকেই মানিকের কাছে এসেছিল এই তালিকা৷ কারণ মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন৷ ইডি সূত্রের দাবি, ওই তালিকা পাঠিয়ে ‘আরকে’ নামে ওই ব্যক্তি মানিককে জানান, অযোগ্য প্রার্থীদের এই তালিকা উপরমহল থেকে অনুমোদিত হয়ে এসেছে৷

‘আরকে’ নামে এই ব্যক্তির পরিচয় জানার পাশাপাশি কোন উপরমহলের থেকেই এই বেআইনি মেধা তালিকার অনুমোদন এসেছিল, সেই তথ্যও পেতে চান ইডি কর্তারা৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তাদের আরও দাবি, এই বেআইনি তালিকা মানিক ভট্টাচার্যের ফোন, গুগল ড্রাইভ চল বিভিন্ন ইলেক্ট্রনিক ডিভাইসেও মিলেছে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here