দেশের সময় ওয়েবডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতে আরও এক সম্মান। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডি.লিট-এ ভূষিত করতে চলেছে সেন্ট জ়েভিয়ার্স বিশ্ববিদ্যালয় । নবান্ন সূত্রে খবর, সম্প্রতি ডি.লিট সম্মান দিতে চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়েছিল সেন্ট জেভিয়ার্স কর্তৃপক্ষ ৷ বিশ্ববিদ্যালয়ের চিঠি পেয়ে সম্মতি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামী ৬ ফেব্রুয়ারি হবে এই ডি.লিট সম্মান প্রদান সমারোহ।

প্রসঙ্গত, এই নিয়ে তৃতীয়বার সাম্মানিক ডি.লিট পেতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। এর আগে ২০১৮ সালে সমাবর্তন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাম্মানিক ডি.লিট দেয় কলকাতা বিশ্ববিদ্যালয়৷ তৎকালীন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী নিজে এই সম্মান তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ৷ সেবার এই ডি.লিট সম্মান প্রদান নিয়ে ব্যাপক জলঘোলা হয়েছিল বঙ্গ রাজনীতির ময়দানে। এমনকী সম্মানের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলে আদালতেও দায়ের হয় মামলা।

জানা গিয়েছে, আগামী ৬ ফেব্রুয়ারি সেন্ট জেভিয়ার্স বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হবে রাজারহাট ক্যাম্পাসে৷ সেখানেই সাতশোর বেশি পড়ুয়াকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি প্রদান দেওয়া হবে৷ সেই অনুষ্ঠানেই একমাত্র মুখ্যমন্ত্রীকে ডি লিট সম্মানে ভূষিত করা হবে৷

বর্তমান রাজ্য সরকারের আমলেই রাজারহাটে সেন্ট জেভিয়ার্সের দ্বিতীয় ক্যাম্পাস তৈরি হয়৷ সেন্ট জেভিয়ার্সের বিভিন্ন অনুষ্ঠানে অতীতেও হাজির থেকেছেন মুখ্যমন্ত্রী৷ বর্তমান রাজ্য সরকারের আমলে সরকারি, বেসরকারি একাধিক বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে৷ নিজের সরকারের অন্যতম বড় সাফল্য হিসেবে যে কৃতিত্বের কথা বার বারই তুলে ধরেন মুখ্যমন্ত্রী৷ এবার উচ্চশিক্ষায় অবদানের জন্যই বিশেষ সম্মান পেতে চলেছেন তিনি৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here