দেশের সময় ,কলকাতা: শুক্রবার মাধ্যমিক পরীক্ষা শুরু হল। তার আগে ভোরবেলা থেকেই চালু হয়ে গিয়েছে সরকারি এবং বেসরকারি বাস পরিষেবা। বাসে কোনও ভাড়া নেওয়া হচ্ছে না মাধ্যমিক পরীক্ষার্থীদের থেকে। সরকারি বাসের ক্ষেত্রে আগেই এই ছাড়ের কথা ঘোষণা করা হয়েছিল। এ বার বেসরকারি বাস সংগঠনও বিনামূল্যে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ পরিষেবার কথা জানিয়ে দিল।

ছবি তুলেছেন ধ্রুব হালদার

শুক্রবার সকাল ১০টা থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। ৯টা ৪০ মিনিটের মধ্যে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যেতে হবে পরীক্ষার্থীদের।

জীবনের প্রথম বড় পরীক্ষা শুরুর মুহূর্তে এদিন সকাল ৮,১৫ মিনিট নাগাদ যাদবপুর বিধানসভার বিধায়ক দেবাশীষ কুমার ও কাউন্সিলর মৌসুমী দাস মাধ্যমিক পরীক্ষার্থীদের জীবনের প্রথম পরীক্ষায় শুভেচ্ছা জানিয়ে গোলাপ ফুল পেন এবং জলের বোতল তুলে দিলেন পরীক্ষার্থীদের হাতে। এছাড়াও অভিভাবকদের বসার জন্য বিশেষ ব্যাবস্থা করেছেন ৯৩ ওয়ার্ডের কাউন্সিলর।

অন্যান্য বারের চেয়ে পরীক্ষার সময় এ বার অনেকটা এগিয়ে আনা হয়েছে। সেই কারণে বাস পরিষেবাও ভোরবেলা থেকে শুরু হয়ে গিয়েছে। অন্যান্য দিনের চেয়ে অনেক বেশি বাস চলছে। কলকাতা শহরের পাশাপাশি জেলায় জেলায় ছবিটা একই রকম। অন্যান্য দিন নির্দিষ্ট বাস স্ট্যান্ড থেকে ১০ মিনিট অন্তর অন্তর বাস ছাড়ে। শুক্রবার সকাল থেকে বাস চলছে পাঁচ মিনিটের ব্যবধানে।

সিটি সাব-আরবান বাস সার্ভিস কর্তৃপক্ষ এ প্রসঙ্গে জানান, ‘‘রাজ্যের পরিবহণ দফতর যেমন মাধ্যমিক পরীক্ষার জন্য বিনা ভাড়ায় বাস চালাবে বলে ঘোষণা করেছে, আমরা বেসরকারি বাস সংগঠনের তরফেও ঠিক করেছি মাধ্যমিক পরীক্ষার্থীদের থেকে কোনও ভাড়া নেওয়া হবে না। তাঁরা যেন যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারেন, সেই বন্দোবস্ত করা হচ্ছে। বেশি সংখ্যায় বাস চালাচ্ছি আমরা।’’

পশ্চিমবঙ্গ পরিবহণ নিগম, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম এবং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম মাধ্যমিক পরীক্ষা উপলক্ষে শুক্রবার থেকে জেলায় জেলায় সাড়ে তিন হাজার বাস চালাচ্ছে। পরীক্ষার্থীদের সুবিধাকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

পরীক্ষার সময় এগিয়ে আসায় পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে কিছুটা সমস্যা হচ্ছে ছাত্রছাত্রীদের। কারণ, অনেকেই দূরদূরান্ত থেকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছচ্ছেন। ভোরের দিকে ঘন কুয়াশা জেলায় জেলায়। বর্ধমান থেকে বীরভূম, ভোরে গাড়ির আলো জ্বালিয়ে পরীক্ষার্থীদের নির্দিষ্ট কেন্দ্রে পৌঁছে দিতে দেখা গিয়েছে বাস কিংবা টোটোকে।

দক্ষিণ ২৪ পরগনার রাজপুর বিদ্যানিধি হাই স্কুলে পরীক্ষা শুরুর আগে পৌঁছে গিয়েছিলেন সোনারপুরের বিধায়ক লাভলী মৈত্র। পরীক্ষার্থীদের গোলাপ, পেন ও জলের বোতল দিয়ে শুভেচ্ছা জানান তিনি।

লাভলি মৈত্রের কথায়, “মাধ্যমিক জীবনের প্রথম বড় পরীক্ষা। ছাত্র ছাত্রীদের চোখমুখ দেখেই বোঝা যাচ্ছে খুবই টেনশনে। আমরা এসেছি শুভেচ্ছে জানাতে। প্রতি বছরই আমরা আসি শুভেচ্ছা জানাতে। আমাদের মা-কাকিমারা সকলকে দইয়ের ফোঁটা দিয়ে দিচ্ছেন। খুবই ভাল লাগছে। অভিভাবকদের জন্য একটা সেবা ক্যাম্প করা হয়েছে প্রত্যেক স্কুলের ২০০ মিটারের মধ্যে। পানীয় জল, চা থাকছে সেখানে। সুষ্ঠু পরিস্থিতিতে যাতে পরীক্ষা চলে তার জন্য আমরা সবসময় রয়েছি।”

মেদিনীপুর শহরে বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে পুলিশের পক্ষ থেকে পরীক্ষার্থীদের ফুল এবং পেন দেওয়া হচ্ছে। পুরসভার প্রতিনিধিরা পরীক্ষাকেন্দ্রগুলি ঘুরে দেখছেন। বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ জানান, পুরকর্মীরা সকাল থেকেই বিভিন্ন স্কুলের সামনে কর্মরত আছেন ।এবং বিশেষ করে যশোর রোডের যাতে কোন রকম ট্যানজট না হয় সে দিকে তীক্ষ্ণ নজর রাখা হয়েছে পুলিশ প্রশাসন এক যোগে কাজ করছেন।

মাধ্যমিক পরীক্ষার জন্যতুঙ্গে প্রশাসনিক তৎপরতা। ইতিমধ্যেই মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে পূর্ব রেলের তরফে ২১টি লোকাল ট্রেন বেশ কয়েকটি হল্ট স্টেশনে থামবে। যেগুলিতে সাধারণত ট্রেনগুলি দাঁড়ায় না। কয়েকদিন আগেই বিবৃতি দিয়ে নতুন সিদ্ধান্তের কথা জানিয়েছে পূর্ব রেল। ২ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত মাঝের আট দিন পাওয়া যাবে এই পরিষেবা।

শিয়ালদহ-রানাঘাট-কৃষ্ণনগর সেকশনে পলতা, জগদ্দল, কাঁকিনাড়া, পায়রাডাঙা ও জালালখালি হল্ট স্টেশনে দাঁড়াবে এই ট্রেনগুলি।

অন্যদিকে বারাসত-বনগাঁ সেকশনে সানহাটি ও বিভূতিভূষণ হল্ট স্টেশনে দাঁড়াবে ২১টি লোকাল ট্রেন। এবার পরীক্ষার আগে সুখবর শোনাচ্ছে কলকাতা মেট্রোও। 

মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিক সহ স্কুল স্তরের অন্যান্য পরীক্ষার জন্য মেট্রোর তরফে বিশেষ পরিষেবার ঘোষণা করা হল। পরীক্ষার দিনগুলিতে শনিবার সকাল ৮:২০ মিনিট থেকে ৯ টার মধ্যে ৪টি বিশেষ মেট্রো চালানো হবে।

আবার দুপুরে ১টা থেকে ২ টোর মধ্যে ৪টি বিশেষ মেট্রো চালানো হবে। শনিবার দিন মেট্রো সংখ্যায় অনেকটাই কম থাকে। কিন্তু, পরীক্ষার্থীদের যাতে কোন সমস্যা না হয় তার জন্যই এই সিদ্ধান্ত বলে কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে। পরীক্ষা চলাকালীন সপ্তাহের বাকি দিনগুলিতে দুটি মেট্রো মাঝখানের সময়ের ব্যবধান কমিয়ে আনারও সিদ্ধান্ত হয়েছে বলে জানা যাচ্ছে।

এ বছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০ লক্ষ পরীক্ষার্থী। আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত পরীক্ষা চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here