দেশের সময় ,কলকাতা : কী বলা যাবে একে! নজিরবিহীন। 
তৃণমূলে এক নতুন যুগের সূচনা হল। লোকসভা ভোটে দলের প্রার্থীদের নাম মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন না। তা ঘোষণা করলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।-

১. কোচবিহার- জগদীশ চন্দ্র বসুনিয়া
২. আলিপুরদুয়ার- প্রকাশ সিং বড়াইক
৩. জলপাইগুড়ি- নির্মল চন্দ্র রায়

৪. দার্জিলিং-গোপাল নামা

৫. রায়গঞ্জ- কৃষ্ণ কল্যাণী

৬. বালুরঘাট- বিল্পব মিত্র

৭. মালদহ উত্তর- প্রসূন বন্দ্যোপাধ্যায়
৮. মালদহ দক্ষিণ- শাহনওয়াজ আলি রহমান 

৯. জঙ্গিপুর-  খলিলুর রহমান

১০. বহরমপুর- ইউসুফ পাঠান

১১. মুর্শিদাবাদ- আবু তেহের খান
১২. কৃষ্ণনগর- মহুয়া মৈত্র
১৩. রাণাঘাট- মুকুটমণি অধিকারী

১৪. বনগাঁ- বিশ্বজিৎ দাস

১৫. ব্যারাকপুর- পার্থ ভৌমিক

১৬. দমদম- সৌগত রায়

১৭. বারাসাত- ড. কাকলি ঘোষ দস্তিদার

১৮. বসিরহাট- হাজি নুরুল ইসলাম

১৯. জয়নগর- প্রতিমা মন্ডল

২০. মথুরাপুর- বাপি হালদার

২১. ডায়মন্ড হারবার- অভিষেক বন্দ্যোপাধ্যায়

২২. যাদবপুর- সায়নী ঘোষ
২৩. কলকাতা দক্ষিণ- মালা রায়
২৪. কলকাতা উত্তর- সুদীপ বন্দ্যোপাধ্যায়
২৫. হাওড়া- প্রসূন বন্দ্যোপাধ্যায়
৬. উলুবেরিয়া- সাজদা আহমেদ
২৭. শ্রীরামপুর- কল্যাণ বন্দ্যোপাধ্যায়
২৮. হুগলি- রচনা বন্দ্যোপাধ্যায়
২৯. আরামবাগ-  মিতালি বাগ
৩০. তমলুক- দেবাংশু ভট্টাচার্য
৩১. কাঁথি- উত্তম বারিক

৩২. ঘাটাল- দীপক অধিকারী (দেব)
৩৩. ঝাড়গ্রাম- কালিপদ সোরেন 
৩৪. মেদিনীপুর- জুন মালিয়া
৩৫. পুরুলিয়া- শান্তিলাল মাহাত
৩৬. বাঁকুড়া- অরূপ চক্রবর্তী


৩৭. বিষ্ণপুর- সুজাতা মন্ডল (খাঁ)
৩৮. বর্ধমান পূর্ব- ড.শর্মিলা সরকার
৩৯. বর্ধমান-দুর্গাপুর- কীর্তি আজাদ মিশ্র
৪০. আসানসোল- শত্রুঘ্ন সিনহা
৪১. বোলপুর- শতাব্দী রায়৪২. বীরভূম- অসিত মাল

৪২. বীরভূম- অসিত মাল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here