পার্থসারথি সেনগুপ্ত, কলকাতা

খোদ পশ্চিমবঙ্গেও এবার লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়লো। প্রাথমিক প্রস্তুতি নেওয়ার পর্ব শুরু হয়েছে রাজ্যের প্রশাসনিক সদর দপ্তর নবান্নেও। সেখানেও রীতিমত সাজো সাজো রব। বিশেষ করে নির্বাচন সংক্রান্ত পরিকাঠামোর সুষ্ঠু বন্দোবস্তের জন্য সময় থাকতে থাকতেই যথাবিহিত প্রশাসনিক ব্যবস্থাও নিচ্ছে নবান্ন। এই বিষয়ে মূল দায়িত্ব বর্তেছে পূর্ত দপ্তরের উপরই। আনুষ্ঠানিক ভাবে প্রশাসনিক নির্দেশনামাও এই মর্মে জারি করা হয়েছে। 

উল্লেখ্য, অতি সম্প্রতি পয়লা মার্চ নবান্নে পূর্ত দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার ( সদর) ওই নির্দেশনামায় নির্বাচনের গুরু দ্বায়িত্ব সামলাতে রোড ম্যাপের দিশা দিয়েছেন। তাতে বলা হয়েছে, ” আসন্ন লোকসভা ভোটের জন্য পরিকাঠামোগত নানা খুঁটিনাটি বিষয়ে আগে ভাগে সময় থাকতেই থাকতে নজর দেওয়া জরুরি। সেদিকে লক্ষ্য রেখেই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ( মনিটরিং) অরূপ দে- কে লিয়েজন  অফিসার বা সংযোগকারি আধিকারিক হিসাবে নিয়োগ করা হলো। তিনি বিভিন্ন দপ্তরের সঙ্গে সংযোগ রক্ষা করে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে পরিকাঠামোর বন্দোবস্ত নিশ্চিত করবেন। কলকাতা পুলিসের জয়েন্ট কমিশনার ( অর্গানাইজেশন) সহ বিভিন্ন বিভাগীয় আধিকারিকদেরও এই নির্দেশনামার প্রতিলিপি পাঠানো হয়েছে।” বলা ভালো, অরূপবাবুর মোবাইল নম্বরও এই নির্দেশনামায় সংশ্লিষ্ট আধিকারিকদের জানিয়ে দেওয়া হয়েছে। 

এই ব্যাপারে অরূপবাবুর সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়েছিল। তিনি অবশ্য কোনো মন্তব্য করতে চান নি। যদিও পূর্ত দপ্তরের এক শীর্ষ কর্তা বলেন, ” আসলে নির্বাচন তো সব মিলিয়ে এক বিরাট আয়োজন। বিশেষত দেশব্যাপী লোকসভা ভোট। সাধারণ ভাবে নির্বাচন কমিশন পুরো বিষয়টির দেখভাল করে। ভোটের দিন ক্ষণ ঘোষনা হওয়ার পর জেলা স্তরে জেলা শাসকই নির্বাচনী দায় দায়িত্ব পালন করেন। এখন ভোটের আয়োজন ঘিরেও নানা কাজকর্ম থাকে। এর মধ্যে ই ভি এম রাখার ব্যবস্থা করা থেকে ভোট গননার কাজেও বিশাল মাপের পরিকাঠামোর বিন্যাসের দরকার হয়। এই ব্যাপারে তো পূর্ত দপ্তরের দক্ষতা ও পেশাদারিত্ব নিয়ে কোনো সংশয় নেই। সেদিকে নজর রেখেই লিয়েজন অফিসার নিয়োগ করা হয়েছে। “

সরকারি সূত্রে খবর, নির্বাচনী নির্ঘণ্ট এখনও ঘোষিত না হলেও মে মাসেই লোকসভা ভোট অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে । এখন পশ্চিমবঙ্গে কয় দফায় ভোট হয় সেটাই দেখার। এই মুহূর্তে কলকাতা সহ রাজ্যের নানা জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কাজও শুরু হয়েছে। সব দিকে নজর রেখেই নবান্নও প্রশাসনিক স্তরে লোকসভা নির্বাচন পাখির চোখ করেই এগোচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here