দেশের সময় ওয়েবডেস্কঃ আমি ভাষা হারিয়েছি। অত্যন্ত দয়ালু ও আদরের লতাদিদি আমাদের ছেড়ে চলে গেলেন। কোকিলকণ্ঠীর প্রয়ানে শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট বার্তায় তিনি লেখেন, তাঁর চলে যাওয়া এমন এক শূন্যতা তৈরি করল, যা কখনওই পূরণ হওয়ার নয়। ভারতীয় সংস্কৃতির একজন কিংবদন্তি হিসেবেই লতা মঙ্গেশকরকে মনে রাখবে আগামী প্রজন্ম, যাঁর সুরেলা কণ্ঠ প্রজন্মের পর প্রজন্মকে মন্ত্রমুগ্ধ করে রেখেছে।

ভারতরত্ন লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা গান ও পূর্বের শিল্পীদের এত ভালবাসা দেওয়ায় প্রয়াত কোকিলকণ্ঠীকে তিনি বিশেষ ভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন।

করোনায় আক্রান্ত হওয়ায় গত ১১ জানুয়ারি লতাকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়। নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন নবতিপর শিল্পী। প্রথম থেকেই তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছিল। ৩০ জানুয়ারি শিল্পীর কোভিড নেগেটিভ রিপোর্ট আসে। কিন্তু বয়সজনিত নানা সমস্যার কারণে শেষ পর্যন্ত আর লড়তে পারলেন না তিনি। রবিবার সকালে ৮টা ১২ মিনিটে মাল্টি অর্গান ফেলিওরে মৃত্যু হয় সুরসম্রাজ্ঞীর।
সরকার সূত্রে ২ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে লতা মঙ্গেশকরের শেষকৃত্য।

লতা মঙ্গেশকরের জীবনাবসান হয়েছে রবিবার সকালে। তাঁর মৃত্যুতে গোটা দেশে শোকে ছায়া। এর মধ্যে দু’দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করল কেন্দ্র সরকার।
২৮ দিন ধরে কোভিডের সঙ্গে লড়াই করেছেন লতা মঙ্গেশকর। তাঁর ফুসফুসেও সংক্রমণ ছিল। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসক ডঃ প্রতীত সমদানির তত্ত্বাবধানে ছিলেন তিনি। এদিন তিনিই জানালেন রবিবার সকালে মাল্টি-অর্গান ফেলিওর হয় লতার। আর তাঁকে বাঁচানো যায়নি। চিকিৎসকদের প্রাণপণ চেষ্টা সত্ত্বেও পরলোকে পাড়ি দিলেন লতা। বয়সই তাঁর সুস্থতার বিপক্ষে গেছে বলে মনে করা হচ্ছে।

রবিবার সন্ধ্যা ৬টায় লতা মঙ্গেশকরের শেষকৃত্য সম্পন্ন হবে মুম্বইয়ে। তাঁর আগে দুপুর আড়াইটে নাগাদ তাঁর মরদেহ রাখা হবে শিবাজি পার্কে। সেখানেই শেষবারের মতো কিংবদন্তিকে শ্রদ্ধা জানাতে পারবেন অনুরাগীরা।
করোনা সংক্রমণ নিয়েই হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। গত মাস থেকে সেখানেই তিনি চিকিৎসাধীন।

তাঁর শারীরিক অবস্থা ওঠা নামা করছিল। মাঝে পরিস্থিতি উন্নত হওয়ায় তাঁকে ভেন্টিলেশন থেকে বের করাও হয়েছিল। কিন্তু শনিবারই ফের তাঁর স্বাস্থ্যের অবনতি হয়। আবারও ভেন্টিলেশনে নিতে হয় বর্ষীয়ান শিল্পীকে। গত রাতেই তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বোন আশা ভোঁসলে। তিনি জানিয়েছিলেন দিদি স্থিতিশীল রয়েছেন। তবে শেষরক্ষা হল না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here