দেশের সময় ওয়েবডেস্কঃ সকাল থেকে আকাশের মুখ ভার। হাওয়া অফিসের খবর, শুক্রবার থেকেই পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপ অক্ষরেখার কারণে আকাশে মেঘ জমতে শুরু করবে। শীতের কামড় অল্প হলেও কমেছে।

সপ্তাহশেষেই রাজ্যজুড়ে বৃষ্টিপাতের সতর্কতা হাওয়া অফিসের। এর জেরে কিছুটা হলেও কমতে পারে শীতের দাপট। ২২ তারিখ উপকূলবর্তী জেলা যেমন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া এবং কলকাতাতেও হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 
 

শুক্রবার কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৩.৫ ডিগ্রির আশেপাশে।

২৩ ও ২৪ তারিখে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। ২৩ তারিখে উত্তর-পশ্চিমের দিকে জেলা বিশেষ করে মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং নদিয়াতে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

২৫ তারিখ থেকে আবহাওয়া উন্নতির সম্ভাবনা থাকছে। ২৬ তারিখে আকাশ পরিষ্কার হয়ে যাবে। 
রাতের তাপমাত্রা আগামী কয়েকদিন ২ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। ফলে ঠান্ডার দাপট কিছুটা হলেও কমবে। 

উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷পশ্চিমী ঝঞ্জার ফলে হাওয়ার গতিবেগে পরিবর্তন এবং বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ হাওয়ার জেরেই এই বৃষ্টিপাত বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হলে আরও বাড়বে রাতের তাপমাত্রা। তা হলে কি এ বারের মতো শীত বিদায়, না কি ফের ঘুরে দাঁড়িয়ে কাঁপুনি ধরাবে? এই প্রশ্নই এখন ভাবাচ্ছে বঙ্গবাসীকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here