সঙ্গীতা চৌধুরী, কলকাতা: শুক্রবার মহা সাড়ম্বরে অনুষ্ঠিত হলো ‘ভবানীপুর ইউনাইটেড ইউথ ফোরাম’- এর কার্তিক পুজো। এই পুজো এবারে ২৩ বছরে পদার্পণ করলো। ১৬ ই নভেম্বর বৃহস্পতিবার এই পুজোর বেশ জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির স্থান অলঙ্কৃত করেছিলেন বিধায়ক মদন মিত্র, বিশিষ্ট সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী এবং স্থানীয় পৌরপিতা অসীম বসু। এছাড়াও ছিলেন সংস্থার সহ সভাপতি কুনাল সাহা , সাধারণ সম্পাদক ঝন্টু দে প্রমুখ। 

উদ্বোধনী অনুষ্ঠানে নচিকেতা চক্রবর্তী তাঁর জনপ্রিয় গান ‘নীলাঞ্জনা’-র কয়েক লাইন গেয়ে শোনানোর  সময় উপস্থিত দর্শক করতালি মুখর হয়ে ওঠেন। অনুষ্ঠানে মদন মিত্র বলেন, ” ভবানীপুর এখন  ছিনিয়ে নিয়েছে কাটোয়ার শিরোপা এবং বাঁশবেড়িয়ার শিরোপা, তাই কার্তিকের মুকুট এখন ভবানীপুরের মাথায়।”এই পুজোকে ঘিরে সাতদিন ধরে নানান অনুষ্ঠান এবং কর্মসূচি চলবে বলে জানা যায়। সংস্থার সহ সভাপতি কুনাল সাহা জানিয়েছেন,” স্থানীয় মানুষ ছাড়াও আশেপাশের বহু মানুষ এই পুজোয় অংশগ্রহণ করার ফলে তাঁদের এই পুজো হয়ে উঠেছে সর্বজনীন।” 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here