রতন সিনহা কলকাতা: প্রকৃতি কড়া নাড়ছে বসন্ত উৎসব। শহর থেকে শহরতলির রাস্তায় গাছের কাছে গেলেই শোনা যাচ্ছে কোকিলের ডাক৷ জানান দিচ্ছে বসন্ত এসে গেছে৷

গত দু’‌বছরে করোনার কারণে অনেকেই রং খেলেননি। কিন্তু এবছরের পরিস্থিতি কিছুটা আলাদা। কোভিড পরিস্থিতি অনেকটাই ভাল। আর তাই এবারে অনেকেই রং খেলার খিদে মেটাতে চাইছেন। তাই আবির বা রঙের চাহিদাও তুঙ্গে। কিন্তু জোগান সেই তুলনায় অনেক কম।

বড়বাজারের ব্যবসায়ীরা জানাচ্ছেন, আবির বা রঙের চাহিদা অনুযায়ী জোগান এই বার কিছুটা কম। কারণ, প্রস্তুতকারী সংস্থাগুলি গত দু’‌বছরে আর্থিক ক্ষতির মুখে পড়েছিলেন, তাই কোভিড পরিস্থিতির অনিশ্চয়তার জন্য উৎপাদনও করেছেন তুলনায় অনেকটাই কম।

রবিবার বড়বাজার বন্ধ থাকলেও দোলের আগে শেষ রবিবার খোলা ছিল। বিরাটির বাসিন্দা এক ক্রেতা সুমন ঘোষ বলেন, ‘২০২০ সালে দোলের আগেই দেশে কোভিডের প্রকোপ শুরু হয়েছিল। তাই খেলা ঠিক হবে না ভেবে খেলিনি। আবার ২০২১-এ করোনার মধ্যে প্রশ্নই ওঠেনি রং খেলার। এবার অনেকটাই করোনার প্রকোপ কমেছে। 

তাই  দোল ভাল করে খেলতে চাই। তাই বড়বাজার থেকে রং কিনতে এসেছি। তবে মনের মতো সব রং পাওয়া যাচ্ছে না।’ বেহালার বাসিন্দা অয়ন বসু বলেন, ‘‌অনেকেই রং আনতে দিয়েছিল বড়বাজার আসব বলে। কিন্তু সব রং পাওয়া যাচ্ছে না।’ বড়বাজারের বিক্রেতা অবশ্য জানাচ্ছেন, তাঁরা সকলে একে অপরের সঙ্গে সমন্বয় করছেন।

ছবিগুলি তুলেছেন রতন সিনহা৷

এক জনের দোকানে চাহিদা মতো রং না মিললে কোন দোকানে সেটি পাওয়া যাবে তা ক্রেতাদের বলে দেওয়া হচ্ছে।‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here