সঙ্গীতা চৌধুরী :,কলকাতা

হোলির দিন সকালে বালিগঞ্জের সমাজসেবী সঙ্ঘে রঙের খেলায় মাতলেন অভিনেত্রী মানসী সিনহার পরিচালনায় নতুন বাংলা ছবি ‘ এটা আমাদের গল্প’- এর অভিনেতা, পরিচালক, সঙ্গীত শিল্পী ও কলা কুশলীরা। সেখানে শুধু রঙের ছোঁয়াই লাগেনি, তারসঙ্গে ছিল সঙ্গীতের মূর্ছনা, আড্ডা, পেট পুজো সহ দারুণ হুল্লোড় !

সকালের পর গোটা টিম চলে যায় বাগবাজার হাউজিং অ্যাপার্টমেন্ট অ্যাসোসিয়েশনের প্রাঙ্গনে। সেখানেও রঙ খেলার সঙ্গে দেদার আড্ডা চলে। অ্যাপার্টমেন্টের বহু বাসিন্দা তাতে অংশ নেন। এই উৎসবের সব থেকে খুশির ব্যাপার ছিল আয়োজকরা ফুচকা খাওয়ার ব্যবস্থা রেখেছিলেন। সঙ্গীতানুষ্ঠানে শিল্পীদের সুরের রেশের মধ্যেই চলে রঙের খেলা আর তারমধ্যে ফুচকা- উৎসব দারুণ জমে উঠেছিল। 

‘এটা আমাদের গল্প’ -র পরিচালক  মানসী সিনহা অভিনয় জগতের অত্যন্ত পরিচিত মুখ, অভিনেত্রী এই প্রথম পরিচালকের আসনে বসলেন। এই দিন খুবই ব্যস্ত ছিলেন সব দিক সামলাতে গিয়ে। প্রথম ছবির জন্য এ ধরনের একটা আয়োজনে  বেশ উত্তেজিত দেখালো মানসীকে। এর আগে ২৩ মার্চ ছবিটির মিউজিক লঞ্চ অনুষ্ঠান হয়ে গেল কলকাতার এক রেস্তোরাঁয়।

সম্প্রতি ছবিটির টিজারও প্রকাশ পেয়েছে। এই ছবিতে জুটি বেঁধেছেন শাশ্বত চট্টোপাধ্যায়ের ও অপরাজিতা আঢ্য। তাছাড়া ছবির অন্যান্য চরিত্রে রয়েছেন এক ঝাঁক তারকা। তাঁরা হলেন- কোনীনিকা ব্যানার্জি, খরাজ মুখোপাধ্যায়, সোহাগ সেন, জুঁই সরকার, আর্য্য দাশগুপ্ত, তারীন জাহান, পূজা কর্মকার প্রমুখ।

ছবির প্রযোজক শুভঙ্কর মিত্র ও সুভাষ বেরা। ধাগা প্রোডাকশনের এই ছবির সঙ্গীত পরিচালক প্রাঞ্জল দাস। ছবির সঙ্গীত শিল্পীর তালিকাটিও বেশ দীর্ঘ। যেমন- লগ্নজিতা চক্রবর্তী, শ্রীকান্ত আচার্য, খরাজ মুখোপাধ্যায়, জয়তী চক্রবর্তী, আলাপ বোস, মেঘা বিশ্বাস প্রমুখ। 

এই ছবির গল্প শুধু দুটি মানুষের নয়, আরো অনেকের গল্প। যারা এখনো সম্পর্কে বিশ্বাস রাখে,তেমন অনেক মানুষের গল্প। এই কাহিনী দুটি সম্পূর্ণ ভিন্ন সম্প্রদায়, পরিস্থিতি ও পরিবেশের পরিবারের।

আসলে সম্পর্ক গড়ে ওঠে শুধু দুটি মানুষের মধ্যে নয়, দুটি পরিবারের মধ্যে।পরিবার যদি আপন করে নিতে না পারে তাহলে শুধু ভালোবাসা কি তা পারে শেষ পর্যন্ত ? কাহিনীর প্রেক্ষাপটে এমন এক প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন শ্রীতমা দেবী ও মিস্টার শর্মা। এ রকমই এক অন্য ভালোবাসার গল্প বলবে এই ছবি। খুব শীঘ্রই ছবিটি প্রেক্ষাগৃহে আসতে চলেছে।

হোলির দিন ছবির এই ভালোবাসার রঙেই মেতেছিলেন অনেক কুশীলবরাই। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here