দেশের সময় ওয়েবডেস্কঃ যত সময় এগোচ্ছে, তত গার্ডেনরিচের ব্যবসায়ীর বাড়িতে উদ্ধার হওয়া নগদ টাকার অঙ্ক বাড়ছে। শনিবারের ভর সন্ধেবেলা এখন একটাই কৌতূহল, গার্ডেনরিচ কি পারবে অর্পিতার ফ্ল্যাটের অঙ্ককে ছুঁতে?

সকাল দশটা থেকে যে টাকা গোনা শুরু হয়েছিল, তা রাত সাড়ে আটটাতেও শেষ হয়নি৷ রাত আটটার কিছু পরে ইডি-র তরফে জানানো হয়েছে, গার্ডেনরিচের ব্যবসায়ী আমির খানের বাড়ি থেকে এখনও পর্যন্ত ১৮ কোটি টাকা৷ সূত্রের খবর, টাকা গোনার কাজ তার পরেও চলছে৷ ফলে উদ্ধার হওয়া টাকার অঙ্ক আরও বাড়ার সম্ভাবনা রয়েছে৷

মাত্র মাস দেড়েক আগে এসএসসি দুর্নীতি কাণ্ডে অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ এবং বেলঘড়িয়া ফ্ল্যাট থেকে যথাক্রমে ২২ কোটি এবং ২৭ কোটি টাকা উদ্ধার হয়েছিল৷ গার্ডেনরিচে আমিরের বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার অঙ্ক শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়, তাই নিয়েই এখন রাজ্য জুড়ে জোর জল্পনা চলছে৷ সময় যত গড়াচ্ছে, আমির খান নামে গার্ডেনরিচের ওই ব্যবসায়ীর বাড়ির সামনে সাধারণ মানুষের ভিড়ও বাড়ছে৷ যে ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷

অনলাইন গেমিং অ্যাপ খুলে প্রতারণার জাল বিছিয়েছিল আমির খান৷ বিপুল আয়ের লোভ দেখিয়ে সাধারণ মানুষের থেকে টাকা হাতানোর অভিযোগ ছিল ওই ব্যবসায়ীর বিরুদ্ধে৷ সবমিলিয়ে সারা দেশে প্রায় ৬৫ থেকে ৭০ কোটি টাকা প্রতারণার অভিযোগ ছিল আমির খানের বিরুদ্ধে৷ ফলে প্রতারণার বাকি টাকা কোথায় গেল, তাও জানতে চান ইডি কর্তারা৷

ইডি সূত্রে তল্লাশির যে ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে দেখা গিয়েছে আমির খানের গোটা ঘর জু়ড়ে তোড়া তোড়া নোটের ছবি দেখা গিয়েছে৷ তার মধ্যে ২০০০, ৫০০, ২০০, ১০০ এমন কি ৫০ টাকার নোটের বান্ডিলও রয়েছে৷ অন্তত আটটি টাকা গোনার যন্ত্র নিয়ে আসা হয়৷ ইতিমধ্যেই উদ্ধার হওয়া টাকা নিয়ে যেতে ট্রাক নিয়ে আসা হয়েছে৷ গোটা এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here