সৃজিতা শীল, কলকাতা:

গঙ্গাসাগরে মকর সংক্রান্তির স্নানের জন্য সারা দেশ থেকে সাধুরা আসতে শুরু করেছেন কলকাতায়। প্রস্তুতি সেরে ফেলেছে বাবুঘাট ৷ দেখুন ভিডিও

১৫ জানুয়ারি মকর সংক্রান্তি। প্রতি বছর নানা রাজ্য থেকে সাধুসন্তরা আসেন গঙ্গাসাগরের স্নানে অংশ নিতে। সাগরদ্বীপ যাওয়ার আগে কলকাতার বাবুঘাট সংলগ্ন ময়দানে কয়েক দিনের ঠাঁই। গঙ্গাসাগরের যোগ দিতে সাধু এবং পুণ্যার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, তার জন্য বিভিন্ন ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকারে। কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ এবং দমকলের তরফেও হয়েছে শিবির। এ ছাড়াও স্বাস্থ্য পরীক্ষার জন্য শিবির রয়েছে। স্বাস্থ্য ভবন সুত্রে খবর, দু’জন করে চিকিৎসক ও নার্স থাকছেন ওই শিবিরে। ব্যবস্থা রয়েছে অ্যাম্বুলেন্সেরও। এক বেসরকারি সংস্থার তরফে দশ শয্যার একটি অস্থায়ী হাসপাতালও করা হয়েছে বাবুঘাটে।

প্রতি বছরের মতন এবারেও লক্ষ্যাধিক ভক্তের সমাগম হয়েছে কলকাতার বাবু ঘাটে। ১৫ জানুয়ারি মকর সংক্রান্তি, তার আগেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্তরা এসে পড়েছেন এখানে।

দু’এক দিনের মধ্যেই তারা রওনা হবেন গঙ্গা সাগরের উদ্দেশ্যে ।

পুণ্যলাভের আশায় হাজার হাজার মাইল দূর থেকে আসছেন ভক্তরা। আসছেন সন্ন্যাসী কিংবা অতিথি। সব মিলেমিশে একাকার হবে সাগরতীরে।

কথায় বলে, সব তীর্থ বার বার গঙ্গা সাগর একবার। অনেকের মতে গঙ্গা সাগরের পবিত্র তীর্থ শত তীর্থ যাত্রার সমান, তাই সকলের অধীর অপেক্ষায় থাকে এই দিন তার জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here