Earthquake: ৭.৪ মাত্রার ভূমিকম্পে তছনছ তাইওয়ান, বাড়ি সমান ঢেউ জাপানে, সুনামির সতর্কতা জারি

দেশের সময় ওয়েবডেস্কঃ সাতসকালেই বড় বিপর্যয়।
ভয়াবহ ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল তাইপেই।

বুধবার সকালে তাইওয়ানের রাজধানী তাইপেই-তে ভূমিকম্প হয়। তাইওয়ান প্রশাসন সূত্রে খবর, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.২। তবে মার্কিন জিওলজিক্যাল সার্ভের দাবি, ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৫।
ভূমিকম্পের পরই জারি করা হয়েছে সুনামির সতর্কতা। 
ভূমিকম্পের ৩০ মিনিট বাদেই জাপানের ইয়োনাগুনি আইল্যান্ডে একতলা বাড়ি সমান ঢেউ আছড়ে পড়েছে  বলে খবর। ভূমিকম্পে এখনও অবধি ১ জনের মৃত্যু ও ৫০ জনের আহত হওয়ার খবর মিলেছে।

ভূমিকম্পের পরই প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ তাইওয়ানে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। একইভাবে সুনামির সতর্কতা রয়েছে দক্ষিণ জাপানের ওকিনাওয়া দ্বীপ এবং ফিলিপিন্সেও।

বুধবার স্থানীয় সময় সকাল ৭ টা ৫৮ মিনিটে তাইওয়ানের বিস্তীর্ণ অংশ কেঁপে ওঠে। রাজধানী তাইপেইয়ে কম্পন অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল তাইওয়ানের হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে। ভূপৃষ্ঠের ৩৪.৮ কিলোমিটার গভীরে এর উৎপত্তি হয়েছে।

কম্পনের মাত্রা এতটাই বেশি ছিল যে একাধিক বাড়ি ভেঙে পড়ার খবর মিলেছে। পূর্ব তাইওয়ানের অন্যতম পর্যটনকেন্দ্র হুয়ালিয়েনের একাধিক বাড়ির ভিত্তিপ্রস্তর নড়ে গিয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর। বেশ কয়েকজনের ভেঙে পড়া বাড়িতে আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।

তাইওয়ানের কেন্দ্রীয় আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, হুয়ালিয়েন উপকূল বরাবর সমুদ্রের জলে ভূমিকম্পের উৎসস্থল ছিল। চিনের সাংহাই থেকেও কম্পন অনুভূত হওয়ার খবর মিলেছে। তাইওয়ান, দক্ষিণ জাপান, ফিলিপিন্সের মতো জায়গায় সুনামির সতর্কতা জারি করা হয়েছে।

অন্যদিকে, ইতিমধ্যে জাপানের আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে ১০ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে। ইতিমধ্য়েই উপকূলের বাসিন্দাদের এলাকা ছাড়তে বলা হয়েছে। বিশেষ করে জাপানের ওকিনাওয়া উপকূল থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ফিলিপিন্সের একাধিক উপকূলবর্তী এলাকায়ও সুনামির বিষয়ে সতর্ক করা হয়েছে ।

তাইওয়ান প্রশাসনের তরফে আশঙ্কা করা হচ্ছে, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এই ভূমিকম্পে।
ইতিমধ্যেই বহু বাড়িঘর ভেঙে পড়ার ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রো ও ট্রেন পরিষেবা। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, তাইওয়ানে ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হয়েছে। এর আগে ১৯৯৯ সালের সেপ্টেম্বরে তাইওয়ানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত আনে। যেখানে ২ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়। বুধবারের ভূমিকম্পের পর বেশ কিছু ঘরবাড়ি ভেঙে পড়ার ভিডিও ভাইরাল হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে মেট্রো ও ট্রেন পরিষেবা। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here