অর্পিতা বনিক, বনগাঁ: ঢাকে কাঠি পড়ল বনগাঁয় ৷ রথযাত্রায় ইছামতী শারদ উৎসব কমিটির খুঁটি পুজো দিয়ে শুরু হল দুর্গাপুজোর প্রস্তুতি ৷

পূজামন্ডপ স্হলে মঙ্গলবার সকালে বৈদিক, সনাতন মতে মা দুর্গার আরাধনায় পূজা অর্চনার মাধ্যমে শুভ সূচনা হয়ে গেল ২০২৩ -এর দুর্গোৎসবের।

পুজো কমিটির উদ্যোগতারা তা জানিয়েছেন পুরনো ইছামতি ফিরে পেতে তারা মা দুর্গার আরাধনা করছেন। মায়ের কাছে তাঁদের একটাই চাওয়া ইছামতি আবার আগের মতন হয়ে উঠুক। দেখুন ভিডিও

ইছামতি নদী সংস্কারের দাবি নিয়ে এলাকাবাসীরা বহু সময় বহু কথা বললেও প্রকৃত অর্থে তাঁদের সেই নদী সংস্কার সম্পূর্ণ হয়েনি আজও ৷ তবে হাল ছাড়তে নারাজ বনগাঁর বেশ কিছু তরুণ-তরুণীরা, যাঁদের মধ্যে রয়েছেন অর্পণ, গোরা কৌশিক, সৌরভ, পর্ণার, মতন তরুণ তরুণীরা। স্রোত ফিরবে ইছামতির এই আশায় বাঁচেন বনগাঁ বাসি। এই নদীকে ফিরে পেতে ইছামতী শারদ উৎসব কমিটি এই দুর্গাপুজোর ব্যবস্থা করেন। এ বছর তাঁদের তৃতীয় বর্ষ পূরণ হচ্ছে।

শুরু হয়েছে দুর্গাপুজোর প্রস্তুতি। আর ঠিক তিন মাস পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব। খুঁটি পুজোর মাধ্যমেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে। গত কয়েক বছর ধরে জাকজমক করে খুঁটি পুজো উৎসব পালন করা একটা ট্রেন্ড। তবে এর সঙ্গে জড়িয়ে আছে নানা ঐতিহ্যও ৷ যত দিন যাচ্ছে বেড়ে চলেছে খুঁটি পুজোর চাকচিক্য। আগের পুজো প্যান্ডেলের উদ্বোধনে দেখা যেত তারকা বা রাজনৈতিক ব্যক্তিত্বদের। কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে খুঁটি পুজোর দিন থেকে বিভিন্ন তাবড় পুজো প্যান্ডেলগুলিতে বসে আমন্ত্রিত তারকাদের হাট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here