দেশের সময়: পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণের দায়ে বাবা ও মামার বিরুদ্ধে কঠোর সাজা শোনাল আদালত। ৮৪ বছরের জেল হল তাদের। কেরলের পকসো আদালত বৃহস্পতিবার ওই রায় দিয়েছে। দেবীকুলামের পকসো ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক রবিচন্দর সি আর ওই সাজা শুনিয়েছেন। একাধিক ধারায় মামলা হয়েছিল অভিযুক্তদের বিরুদ্ধে। সবমিলিয়ে বিচারক তাদের ৮৪ বছর জেলের সাজার নির্দেশ দেন।

সরকারি আইনজীবী স্মিজু কে দাস অবশ্য বলেছেন, সাজাপ্রাপ্তরা সর্বোচ্চ ২০ বছর জেলের সাজা খাটবে। কারণ, আদালত সবমিলিয়ে তাদের যতগুলি সাজার নির্দেশ দিয়েছে, তার মধ্যে ২০ বছরের জেলই সর্বোচ্চ। আদালত যেহেতু সবক’টি সাজার জেলের মেয়াদ একসঙ্গে পূরণ করার অনুমতি দিয়েছে, ফলে তাদের ২০ বছর জেল খাটতে হবে। তবে জেলের সাজার নির্দেশ ছাড়াও বিচারক দুই আসামীকে ৩ লক্ষ টাকা করে জরিমানা জমা করার নির্দেশ দিয়েছেন। তাদের কাছ থেকে ওই জরিমানা আদায় করে তা নির্যাতিতা শিশুকন্যাটিকে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।

সরকারি আইনজীবী জানিয়েছেন, ঘটনাটি ২০২১ সালের। বাড়িতেই ওই শিশুকন্যাকে তার বাবা ও মারা বারবার ধর্ষণ কর। শেষবার ঘটনাটি ঘটে ওই বছরের ২৪ ডিসেম্বর। সেদিন বিষয়টি চোখে পড়ে যায় শিশুটির মায়ের। তারপরই তিনি পুলিশের কাছে অভিযোগ জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here