দেশের সময় ওয়েবডেস্কঃ সান্ধ্যভ্রমণে বেরিয়ে দুষ্কৃতীদের গুলিতে খুন হয়ে গেলেন পুরুলিয়ার ঝালদার সদ্যনির্বাচিত কাউন্সিলর! কংগ্রেসের কাউন্সিলর তপন কান্দুর মৃত্যুতে চরম চাঞ্চল্য এলাকায়।

গুলিবিদ্ধ কংগ্রেস কাউন্সিলর

আবার, প্রায় একই সময়ে, আটটা নাগাদ গুলি খেলেন পানিহাটির তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত। নিহত হয়েছেন তিনিও।

জানা গেছে, আজ, রবিবার বিকেলে ইভনিং ওয়াক করার সময়ে ঝালদা পৌরসভার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুকে গুলি করে বাইকে করে আসা অজ্ঞাতপরিচয় তিন দুষ্কৃতী। ঝালদা বাগমুন্ডি রোডের ওপরে গুলিবিদ্ধ হন তিনি। তাঁর পেটে গুলি লাগে। সঙ্গে সঙ্গে গোকুলনগর গ্রামের বাসিন্দারা তাঁকে উদ্ধার করে ঝালদা ব্লক প্রাথমিক সাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে তাঁকে ঝাড়খন্ডের একটি বেসরকারি নার্সিং হোম ভর্তি করা হয়। সেখানেই মারা যান তিনি।
ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে ১২ ঘণ্টার বনধ ডেকেছে কংগ্রেস। মাধ্যমিক পরীক্ষার বিষয়টি ছাড় দিয়ে এই বনধ সফল করার ডাক দিয়েছে তারা। বনধ সমর্থন করেছে বাম নেতৃত্ব।

আবার আজই সন্ধ্যায় পানিহাটিতে গুলিবিদ্ধ হন তৃণমূল কাউন্সিলর অনুপম দত্ত (TMC Murder)। ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সে সময়ে এলাকারই একটি কাজ দেখভাল করতে যাচ্ছিলেন। আচমকা দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। জানা গেছে, দুষ্কৃতীরা মোটরবাইকে চেপে এসে অনুপম দত্তকে খুব কাছ থেকে পরপর চারটি গুলি ছোড়ে।সঙ্গে সঙ্গে একটি বেসরকারি নার্সিংহোমে তাকে ভর্তি করা হলেও কিছু পরেই মারা যান তিনি। ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here