দেশের সময় ,কলকাতা : সন্দেশখালি কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিকেল সাড়ে চারটের মধ্যে শেখ শাহহাজানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। ইডি অফিসারদের উপর হামলার ঘটনায় ন্যাজাট থানায় দুটি এফআইআর দায়ের হয়েছিল। বনগাঁ থানায় আরও একটি এফআইআর দায়ের হয়। এই তিন মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার মিনাখাঁর বামনপুকুর থেকে গ্রেপ্তার হয় শেখ শাহজাহান। এখন সে সিআইডি হেফাজতে রয়েছে। এবার আদালতের নির্দেশে শেখ শাহজাহানকে তুলে দিতে হবে সিবিআইয়ের হাতে।  

সন্দেশখালি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। শেখ শাহজাহানকে হস্তান্তর করতে হবে সিবিআই-এর হাতে। বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ।

শুধু তা নয়, কলকাতা উচ্চ আদালত জানিয়ে দিল, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টের মধ্যে শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে।

সন্দেশখালিতে ইডি অফিসারদের উপর হামলার ঘটনায় ন্যাজাট থানায় দুটি এফআইআর দায়ের হয়েছিল। এ ছাড়া বনগাঁ থানায় আরও একটি এফআইআর দায়ের হয়। ওই তিন মামলার তদন্তভারই সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

শেখ শাহাজাহানকে গত বৃহস্পতিবার মিনাখাঁর বামনপুকুর থেকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে সিআইডির হেফাজতে রাখা হয়েছে। কিন্তু শাহজাহানকে গ্রেফতারের দিনই ইডি জানিয়েছিল, তারা দ্রুত শাহজাহানের হেফাজত চাইবে। তা ছাড়া ইডি গোড়া থেকে এই দাবিও জানিয়ে এসেছে যে, তাদের উপর হামলার ঘটনার তদন্ত যে রাজ্য পুলিশকে দিয়ে না করানো হয়। সিবিআই ও রাজ্য পুলিশকে নিয়ে বিশেষ তদন্তকারী দল গঠনের ব্যাপারেও তাদের ভরসা নেই। কারণ, রাজ্য পুলিশ সহযোগিতার করবে না। তাই এই তদন্তভার শুধু সিবিআইকেই দেওয়া হোক।

সন্দেশখালি কাণ্ড নিয়ে গোড়া থেকেই সিবিআই তদন্তের দাবি করছে রাজ্যে প্রধান বিরোধী দল বিজেপি। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতির পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেওয়ার কথা ঘোষণা করেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনিও বলেন, সন্দেশখালি কাণ্ডে সিবিআই তদন্তই হওয়া উচিত।

শেষমেশ হলও তাই। বস্তুত রাজ্য প্রশাসনের মধ্যেও এমন আশঙ্কা ছিলই। তবে এখন দেখার যে কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন করে কিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here