দেশের সময় , কলকাতা: বুধবার সারাদিন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শরীর ভাল থাকলেও রাতের দিকে বুকে ব্যথা বাড়ে বলে খবর হাসপাতাল সূত্রে।

চিকিৎসকরা কোনও ঝুঁকি না নিয়েই তড়িঘড়ি ইসিজি করানো হয়। সেইসঙ্গে এক্সরেও করানো হয়েছে বুদ্ধদেবের।

বুদ্ধদেব ভট্টাচার্যের ছবিগুলি ফোটোগ্রাফার শুভেন্দু ঘোষের এ্যালবাম থেকে সংগৃহীত ৷

এখনও রাইলস টিউবের মাধ্যমেই খাবার প্রবেশ করছে তাঁর শরীরে। তার মধ্যেই জিভে আমের স্বাদ নিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী।

চিকিৎসকরা জানিয়েছেন, ইসিজি বা এক্সরে রিপোর্টে খারাপ কিছু আসেনি। চিন্তার কোনও কারণ নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা। হাসপাতাল সূত্রে খবর, আজ অর্থাৎ বৃহস্পতিবার বুদ্ধবাবুর আল্ট্রা সাউন্ড করানো হবে।

গত সোমবার বুদ্ধদেবের ফুসফুসে সিটি স্ক্যান করানো হয়েছিল। যদিও সে রিপোর্টে তেমন চিন্তার কিছু পাওয়া যায়নি। তারপরই তাঁকে ইনভেসিভ ভেন্টিলেটশন থেকে বের করে আনা হয়। বর্তমানে তিনি নন-ইনভেসিভ ভেন্টিলেটশন কেয়ার ইউনিটে রাখা হয়েছে। ২৪ ঘণ্টা নজরদারিতে রাখা হচ্ছে বুদ্ধদেবকে।

প্রাক্তন মুখ্যমন্ত্রীর চিকিৎসার দায়িত্বে থাকা এক ডাক্তার জানিয়েছেন, বুধবার রাতে হঠাৎই তিনি বুকে অস্বস্তি অনুভব করেছিলেন। এর পর তাঁর ইসিজি করানো হয়। রিপোর্ট বলছে, চিন্তার কিছু নেই। এর পরে বুদ্ধদেবের এক্সরে-ও করানো হয়। সেই রিপোর্টে কিছু অংশ অস্পষ্ট। তা হলে কি বুকে জল জমেছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর?

গত সোমবার বুদ্ধদেবের বুকের সিটি স্ক্যান করানো হয়। তখন বুকে জলের অস্তিত্ব পাওয়া যায়নি। তা হলে কি শেষ ৪৮ ঘণ্টায় বুকে জল জমল? সে সম্পর্কে নিশ্চিত হতে বৃহস্পতিবার তাঁর আল্ট্রা সাউন্ড করানো হবে।

চিকিৎসকদের মতে, বুদ্ধদেব দীর্ঘ দিনের সিওপিডি রোগী। সিওপিডি রোগীদের বুকে অস্বস্তি হতে পারে। তবে এই অস্বস্তির সঙ্গে অন্য কিছু জড়িত কি না, তা-ও খতিয়ে দেখে নিতে চান চিকিৎসকেরা। বৃহস্পতিবার ‘আল্ট্রা সাউন্ড’-এর রিপোর্ট হাতে এলে সে সম্পর্কে জানতে পারা যাবে।

প্রাক্তন মুখ্যমন্ত্রী এমনিতেই সিওপিডির রোগী। তাই তাঁর বুকে অস্বস্তি হওয়া খুব ব্যতিক্রমী ঘটনা নয়। এখনও পর্যন্ত তাঁকে বাইপ্যাপ সাপোর্টে রাখা হয়েছে। রাইলস টিউবের মাধ্যমে খাওয়ানো হচ্ছে। যদিও চিকিৎসকদের কাছে এভাবে খাওয়া-দাওয়া করতে আপত্তি করেছেন বুদ্ধদেব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here