BSF: বনগাঁয় বিএসএফ-এর হাতে গ্রেপ্তার মহিলা পাচারকারী, উদ্ধার ২৮ লক্ষ টাকার ইয়াবা ট্যাবলেট

0
1255

দেশের সময় ওয়েব ডেস্কঃ গোপন সূত্রে খবর পেয়ে বনগাঁ বাজারে অভিযান চালিয়ে এক মহিলা পাচারকারীকে গ্রেপ্তার করল বিএসএফ।

সোমবার (২ মে) তার থেকে ৫৬২০টি ইয়াবা ট্যাবলেট (মাদক) উদ্ধার করেছে দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ারের অধীন ১৫৮ ব্যাটালিয়নের কর্মীরা। যার আনুমানিক বাজারমূল্য ২৮,১০,০০০ টাকা। 

বিশ্বস্ত সূত্রে খবর পায় বিএসএফ, সীমান্ত এলাকায় একটি চোরাচালান চক্রের সঙ্গে জড়িত এক মহিলা বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট নিয়ে বাটা মোড় বনগাঁর পেট্রোল পাম্পের কাছে আসছে।  

খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিএসএফ তাদের জওয়ানদের সতর্ক করে এবং কোম্পানি কমান্ডার কিছু জওয়ান ও মহিলা কর্মী নিয়ে অবিলম্বে বনগাঁ বাটা মোড়ের দিকে রওনা হন। প্রায় দুপুর আড়াইটের দিকে বনগাঁ বাটা মোড়ের কাছে একজন সন্দেহভাজন মহিলাকে দেখা যায়।  বিএসএফের মহিলা কর্মীরা ওই মহিলার পিছু নেন। কিছুক্ষণ পর ওই মহিলা পেট্রোল পাম্পের কাছে পৌঁছলে বিএসএফের মহিলা কর্মীরা তাঁকে আটক করে। 

তল্লাশি করে তার পোশাকের ভেতর থেকে ২৯টি প্লাস্টিকের প্যাকেট উদ্ধার হয়, যার ভেতরে ছিল মোট ৫৬২০টি ইয়াবা ট্যাবলেট। জিজ্ঞাসাবাদ করলে, নিজেকে মিলি মন্ডল বলে পরিচয় দেয় ওই মহিলা। বয়স ২৪ বছর, স্বামী মৃত ইচ্ছা মন্ডল, বনগাঁ। সে আরও জানায়, গত ৩ বছর ধরে সে নিয়মিত চোরাচালানের সঙ্গে জড়িত। বনগাঁর বাসিন্দা জাহাঙ্গিরের সঙ্গে চোরাচালানের বাহক হিসেবে কাজ করে। ২ মে সকালে জাহাঙ্গিরর তাকে এই ইয়াবা ট্যাবলেট দিয়েছিল।

যা বাটা মোড়ে অবস্থিত পেট্রোল পাম্পের কাছে এক ব্যক্তির কাছে হস্তান্তর করার কথা ছিল। যার জন্য সে ১৫ হাজার টাকা পেত। কিন্তু বাটা মোড় পেট্রোল পাম্পের কাছে পৌঁছতেই বিএসএফ তাকে ধরে ফেলে। বাজেয়াপ্ত ইয়াবা ট্যাবলেট সহ আটক মহিলা পাচারকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বনগাঁ থানায় হস্তান্তর করা হয়েছে। ১৫৮ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট হরেন্দ্র সিং তোমর বলেছেন, পুলিশ আধিকারিকদের ঘটনা সম্পর্কে বিস্তারিত জানানো হয়েছে।

আন্তর্জাতিক সীমান্তের পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান রোধে সীমান্ত নিরাপত্তা বাহিনী সম্পূর্ণরূপে প্রতিজ্ঞাবদ্ধ। সীমান্ত এলাকায় অপরাধ সংঘটনের উদ্দেশ্য রাখা দুষ্কৃতকারীদের উপর অবিরাম নজর রাখছে।  

Previous articleLashkar militant in Calcutta High Court: বনগাঁ আদালতে তাঁকে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয়েছিল, ফের কলকাতা হাইকোর্টে মৃত্যুদণ্ডকে চ্যালেঞ্জ করে নিজেই সওয়াল করলেন লস্কর জঙ্গি নইম
Next articleWeather Update: নিম্নচাপ বাড়াচ্ছে চিন্তা, আজও রাজ্যজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here