দেশের সময় , ওয়েবডেস্ক : যাত্রীদের অভিজ্ঞতা উন্নত করা এবং সামগ্রিক পরিকাঠামোর মান বৃদ্ধি করার লক্ষ্যে দেশজুড়ে ভারতীয় রেলওয়ে নেটওয়ার্ক জুড়ে চিহ্নিত স্টেশনগুলির পুনঃউন্নতি করার জন্য অমৃত ভারত স্টেশন স্কিম চালু করেছে কেন্দ্র সরকার।

অমৃত ভারত স্টেশন স্কিমের আওতায় সারা দেশে রেল স্টেশনগুলোর বদল ঘটানো হচ্ছে। রাজ্যের একাধিক স্টেশনগুলোও রয়েছে সেই তালিকায়। এই স্কিমের আওতায় এবার এল বনগাঁ স্টেশনও। অমৃত ভারত স্টেশন প্রকল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে বনগাঁ জংশন স্টেশনটির পুনঃউন্নয়ন ও আধুনিকীকরনের কাজ পুরোদমে শুরু করা হল। যার জন্য বরাদ্দ করা হয়েছে ২৯.৫৪কোটি টাকা।

পূর্ব রেলের তরফে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শিয়ালদা- বনগাঁ সেকশনে অবস্থিত বনগাঁ জংশন স্টেশনটি কলকাতা শহরতলির রেলওয়ে ব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশ। বনগাঁ এবং তার পার্শ্ববর্তী এলাকার জনগণের পরিষেবার্থে বনগাঁ জংশন স্টেশনটির রুটের শেষ স্টেশন হিসেবে বিশেষ তাৎপর্য বহন করে।

এই লাইনটি ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তঃসীমান্ত ভ্রমণের সুবিধা দেয়। কারণটি আন্তর্জাতিক পেট্রাপোল সীমান্ত পর্যন্ত প্রসারিত রয়েছে। উল্লেখযোগ্যভাবে, স্টেশনটি রানাঘাট শহরকে বনগাঁ – রানাঘাট রেললাইনকেও যুক্ত করে। যা বৃহত্তর অঞ্চল জুড়ে যাত্রীদের জন্য উন্নত সংযোগ নিশ্চিত করে।

বনগাঁ স্টেশনে পুনঃনির্মাণের উদ্দেশে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন স্টেশনের মেঝে তৈরি হবে গ্রানাইট পাথর দিয়ে। এছাড়াও, স্টেশনে যাতে যাত্রীরা বিশ্রাম নিতে পারেন সেই দিকে তাকিয়ে পর্যাপ্ত সংখ্যক বেঞ্চ তৈরি করা হবে। বাড়ানো হবে শৌচালয়ের সংখ্যা।

স্টেশন ও সংলগ্ন চত্বর যাতে পরিষ্কার থাকে, সেই কারণে ডাস্টবিনের সংখ্যাও বৃদ্ধি করা হবে। এছাড়াও থাকবে ডিসপ্লে বোর্ড, কংকোর্স, সাইনেজের ব্যবস্থা। যাত্রী বিশ্রামের সুবিধার্থে স্টেশনে লাইট ও ফ্যানের সংখ্যা বৃদ্ধি করা হবে। বিদ্যুৎ সংরক্ষণের জন্য স্টেশনে বসানো হবে সোলার প্লেটস। এছাড়াও, যাত্রী সুবিধার দিকে নজর দিয়ে বনগাঁ স্টেশনে রেলের তরফে তৈরি করা হচ্ছে এসি ওয়েটিং রুমও।

পূর্ব রেলের তরফে আশা করা হচ্ছে, পুনঃউন্নয়ন প্রকল্পের কাজ শেষ করার পরে বনগাঁ জংশন স্টেশনটি অত্যাধুনিক সুবিধাযুক্ত হয়ে যাত্রীদের উন্নত ভ্রমণ অভিজ্ঞতা দেবে। প্রসঙ্গত, এর আগে পূর্ব রেলের তরফে দমদম স্টেশনেরও মেকওভারের বিষয়ে অবগত করা হয়েছিল। বনগাঁ স্টেশনের মতো এই স্টেশনটিতেও এসি ওয়েটিং রুম তৈরি করা হবে। গ্রানাইট পাথর দিয়ে স্টেশনের মেঝে ঢেকে দেওয়া হবে। গড়ে তোলা হবে পরিষ্কার- পরিচ্ছন্ন ও উন্নত শৌচাগার। পাশাপাশি থাকবে কনকোর্সও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here