Bonga Press Club: বনগাঁ প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন ও প্রেস ক্লাবের ‌নিজস্ব ভবনের উদ্বোধন হলো

0
694

দেশের সময় : বনগাঁ প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হলো একইসঙ্গে প্রেস ক্লাবের ‌নিজস্ব ভবনের উদ্বোধন হলো। এখন থেকে সংবাদ সংক্রান্ত প্রয়োজনে রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন সংগঠন এমনকি সাধারণ মানুষ এই ভবনেই যোগাযোগ করতে পারবেন।

প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সম্পাদক করা হয়েছে চিত্র সাংবাদিক নির্মাল্য প্রামাণিক , কে। সভাপতির দায়িত্ব পেয়েছেন নিরুপম সাহা (‌সাংবাদিক, আজকাল পত্রিকা)‌। এছাড়াও নির্বাহী কমিটিতে রয়েছেন সাংবাদিক অলক বিশ্বাস, নারায়ণ মন্ডল, দীপক সিকদার, কুমারেশ হালদার, সোমনাথ মজুমদার, শুভঙ্কর দাস, জ্যোতির্ময় চক্রবর্তী, কার্তিক সাহা, অনিরুদ্ধ কীর্তনীয়া, পপ আচার্য, উৎসব মন্ডল, সুশান্ত ঘোষ, নীরেশ ভৌমিক, সোমনাথ পাল এবং এম এ হাকিম।

বনগাঁ প্রেস ক্লাবের নবনিযুক্ত সম্পাদক নির্মাল্য প্রামানিক জানিয়েছেন, এখন থেকে যে কোনও রাজনৈতিক দল কিম্বা সামাজিক সংগঠন সাংবাদিক সম্মেলন করতে চাইলে শর্তসাপেক্ষে প্রেস ক্লাবের নিজস্ব ভবন ব্যবহার করতে পারবেন।

উল্লেখ্য, বনগাঁ প্রেস ক্লাবের নবনির্মিত এই ভবন নির্মাণে সহযোগিতা করেছে বনগাঁ পুরসভা। এর জন্য বনগাঁ পুরসভার প্রধান গোপাল শেঠকে ধন্যবাদ জানিয়েছেন বনগাঁ প্রেস ক্লাবের সদস্যরা।

Previous articleFootball:সান্ধ্যকালীন আট দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট বনগাঁয়: দেখুন ভিডিও
Next articlePresident Of India: মমতা-দ্রৌপদীর হাত ধরে জলে নামল ‘‌আইএনএস বিন্ধ্যগিরি’‌ কলকাতার প্রশংসায় রাষ্ট্রপতি 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here