দেশের সময়, কলকাতা : ‘জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না।’ জনপ্রিয় এই কবিতার স্রষ্টা বাঙালি কবি ও ছড়াকার ভবানীপ্রসাদ মজুমদার প্রয়াত। ৭ ফ্রেব্রুয়ারি তাঁর প্রয়াণ ঘটে। বাংলা ভাষার প্রতি বাঙালির যে অনীহা, তা কবিতার মাধ্যমে তুলে ধরেছিলেন তিনি। তাঁর ক্ষুরধার লেখা, শব্দের প্রয়োগ, আর নজরকাড়া কিছু কথা অনেকেই ভেবেছেন বটে, তবে বলে ওঠা হয়নি। কবির মৃত্যুতে শোকের ছায়া সাংস্কৃতিক জগতে।

হাওড়া জেলার জগাছা থানার অন্তর্গত দাশনগরের দক্ষিণ শানপুর গ্রামে জন্ম তাঁর। পিতা নারায়ণচন্দ্র মজুমদার এবং মা নিরুপমাদেবী। গ্রামের সবুজ ঘেরা পরিবেশেই কেটেছে তাঁর শৈশব। সময়ের সঙ্গে মানুষের জীবনের পরিবর্তন, দিনযাপনের আদবকায়দা সবটাই একটা সময় নিজের কলমের মাধ্যমে তুলে ধরেছিলেন তিনি।

বাঙালি ঘরের ছেলেমেয়ে ইংরেজি মাধ্যমে ভর্তি হয়ে যে পরিমাণ ভাষার প্রতি অবহেলা, বা বাংলা ভাষায় কথা বলতে না পারার মধ্যে যে গর্ব, তা ফুটে উঠেছে তাঁর লেখনিতে। কবি ভবানীপ্রসাদ মজুমদার পেশায় ছিলেন একজন শিক্ষক। বিশিষ্ট এই কবি ও ছড়াকার হাওড়া জেলার শানপুর গ্রামের কালিতলা প্রাথমিক বিদ্যালয়ে একজন শিক্ষক হিসাবে তাঁর কর্মজীবন শুরু করেন। পরে তিনি সেই বিদ্যালয়েরই প্রধান শিক্ষক হিসাবেও নিযুক্ত হয়েছিলেন।

কবি মূলত ছোটদের মজার মজার ছড়া-কবিতা লেখায় বিশেষ পারদর্শী ছিলেন। তাঁর প্রকাশিত ছড়ার সংখ্যা কুড়ি হাজারেরও বেশি। ছড়া নিয়ে নিরন্তর নানা ধরণের পরীক্ষা-নিরীক্ষা করতেও ভালোবাসেন তিনি।

ভবানীপ্রসাদ মজুমদারের প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে, মজার ছড়া, সোনালি ছড়া, কোলকাতা তোর খোল খাতা, হাওড়া-ভরা হরেক ছড়া, ডাইনোছড়া প্রভৃতি। তিনি সত্যজিৎ রায় ও রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে লিখেছেন- ছড়ায় ছড়ায় সত্যজিৎ এবং রবীন্দ্রনাথ নইলে অনাথ।
আ-মরি বাংলা ভাষা হোক বা বাংলাটা ঠিক আসে না তাঁর বিখ্যাত কবিতাগুলোর মধ্যে অন্যতম।

‘ছেলে আমার খুব ‘সিরিয়াস’ কথায়-কথায় হাসে না
জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসেনা
ইংলিশে ও ‘রাইমস’ বলে
‘ডিবেট’ করে, পড়াও চলে
আমার ছেলে খুব ‘পজেটিভ’ অলীক স্বপ্নে ভাসে না
জানেন দাদা, আমার ছেলের, বাংলাটা ঠিক আসে না।’ তাঁর এই কবিতার প্রতিটা শব্দ আজকের দিনে বাঙালি পিতা-মাতার কিছু দৈন্যতা তুলে ধরে বৈকি।

বাংলা ভাষার প্রতি আমরণ টান, ভালোবাসা, নতুন কিছু গড়ার স্বপ্ন, সর্বোপরি নবপ্রজন্মের মধ্যে এই ভাষার জন্য আবেগ তৈরি করার ভবানীপ্রসাদ মজুমদারের প্রচেষ্টা আজীবন বাঙালি মনে রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here