দেশের সময় ওয়েবডেস্কঃ এবার দুর্গা পুজো আরও একটু বিশেষভাবে পালিত হবে কলকাতায়। এবার হেরিটেজের তকমা মেলার উদযাপন করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। সেই উপলক্ষে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে অনুষ্ঠান।

সেখানে উপস্থিত থাকবেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু আমন্ত্রণ পেল না রাজ্য সরকারই। ৫ মে বৃহস্পতিবার সকালে এ রাজ্যে এসেছেন অমিত শাহ। দু’‌ দিন ধরে উত্তর ও দক্ষিণ বঙ্গে একাধিক কর্মসূচি রয়েছে। শুক্রবার সন্ধেবেলা ভিক্টোরিয়ার অনুষ্ঠানে যোগ দেবেন শাহ।

ইউনেস্কো কলকাতার দুর্গা পুজোকে হেরিটেজের তকমা দিয়েছে। বিশ্বের দরবারে স্বীকৃতি পেয়েছে বাংলা, তারই উদযাপন হবে সেখানে। অথচ সেই অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র এখনও পর্যন্ত যায়নি নবান্নে। আর সেই নিয়েই ফের সংঘাতের আবহ তৈরি হল রাজ্যে।

যদিও এই প্রথম নয়। এর আগেও বাংলায় কেন্দ্রীয় অনুষ্ঠানে ডাক পায়নি রাজ্য সরকার। মেট্রোর উদ্বোধনী অনুষ্ঠানে মমতা ব্যানার্জির সরকারকে আমন্ত্রণ জানানো হয়নি কেন্দ্রের তরফে। সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী।

সেই নিয়ে রাজ্য রাজনীতিতে বিস্তর জলঘোলা হয়।  শুক্রবারের অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করবেন সৌরভ–পত্নী ডোনা গঙ্গোপাধ্যায়। উপস্থিত থাকবেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও। এই নিয়ে যে ফের রাজ্য রাজনীতিতে জলঘোলা হবে, তা এক প্রকার নিশ্চিত। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here