সঙ্গীতা চৌধুরী :

শনিবার কলকাতার এক অভিজাত ক্লাবে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘রজনী’ উপন্যাস অবলম্বনে তৈরি ‘আমার লবঙ্গলতা’ ছবির মিউজিক প্রকাশ পেল। ছবির সঙ্গীত পরিচালক প্রয়াত সুরকার বাপ্পি লাহিড়ী। এটিই শিল্পীর শেষ কাজ। তাই এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রয়াত শিল্পীর স্ত্রী চিত্রানী ,কন্যা রেমা , জামাতা এবং নাতি রেগো । এই ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন টলি কুইন ঋতুপর্ণা সেনগুপ্ত। ঋতুপর্ণার বিপরীতে থাকছেন দুই নায়ক। একজন বাংলাদেশের আলমগীর ও অপরজন হলেন ইন্দ্রনীল সেনগুপ্ত। 

উপন্যাস অনুযায়ী বিয়ের আগের প্রেম পরবর্তীকালে সামনে এলে শুরু হয় জটিলতা। অন্যদিকে দৃষ্টিশক্তিহীন রজনীর সম্পর্কেও আছে নানা টানাপোড়েনে। ছবির অন্যান্য শিল্পীরা হলেন- ভাস্কর চট্টোপাধ্যায়, তানিয়া কউর, প্রয়াত পার্থ সারথি দেব, রিতা দত্ত চক্রবর্তী, ফাল্গুনী চট্টোপাধ্যায়, প্রয়াত শ্রীলা মজুমদার, পাপিয়া অধিকারী, পূজা দত্ত প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এক ঝাঁক টলি তারকা। তাছাড়াও ছিলেন সঙ্গীত শিল্পী অনিক ধর ও অন্বেষা। ছবির সঙ্গীত শিল্পীর তালিকায় শান, অলকা ইয়াগ্নিক সহ একাধিক শিল্পীর নাম রয়েছে। অনুষ্ঠানে বাপ্পি লাহিড়ীর নানা স্মৃতিচারণ করেন উপস্থিত শিল্পীরা। আমন্ত্রিত ছিলেন দেবশ্রী রায়, চিরঞ্জিত চক্রবর্তী, মুনমুন সেন, চৈতি ঘোষাল প্রমুখ। বাপ্পি লাহিড়ীর কন্যা এবং নাতি রেগোর কন্ঠে শোনা যায় শিল্পীর জনপ্রিয় গানের কলি। 

সাহিত্যকেন্দ্রিক এই ছবি পরিচালনা করেছেন বাপ্পা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবিটির ট্রেলারও। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দত্তা’- র পর আবারও একটি সাহিত্য নির্ভর ছবিতে ঋতুপর্ণাকে দেখা যাবে। ছবি প্রসঙ্গে নায়িকা বলেন, “সাহিত্য ভিত্তিক ছবি সব সময়ই ভালো হয়। কঠিন ভাষাকে একটু সহজ করেই ছবিতে দেখানো হবে। এখানে এক নারীর দুই রূপ ফুটিয়ে তোলার সুযোগ পেয়েছি , আশা করছি দর্শকদের ভালো লাগবে।” ছবিটি অনেকদিন আগেই তৈরি হয়েছিল কিন্তু মাঝে করোনার জন্য ছবি মুক্তি স্থগিত ছিল, এখন ছবিটি মুক্তির অপেক্ষায় তাই দারুণ খুশি প্রযোজক রঞ্জনা গঙ্গোপাধ্যায়। সেদিন অতিথি আপ্যায়নে তাকে খুবই ব্যস্ত দেখা যায়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেতা সুজয় প্রসাদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here