দেশের সময় ওয়েবডেস্ক : মুসলিম দেশে গিয়ে মন্দির উদ্বোধন করলেন মোদী, আমিরশাহিতে আলোচনায় সুরক্ষা-সহযোগিতাও

অযোধ্যার পরে এ বার পশ্চিম এশিয়ার মুসলিম রাষ্ট্র সংযুক্ত আরব আমিরশাহিতে মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বুধবার বসন্ত পঞ্চমীর দিনে সেই মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উদ্বোধনের মাধ্যমে তৈরি হল ইতিহাস। বাপস (BAPS) নামের সংস্থা এই মন্দির তৈরি করেছে। ওই সংস্থা ভারতের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্তেই তৈরি করেছে হিন্দু মন্দির। আবুধাবির এই মন্দির উদ্বোধন উপলক্ষে বাপস বিশ্বের ১২০০টি হিন্দু মন্দিরে আরতির আয়োজন করেছিল। আবুধাবিতে মন্দির উদ্বোধনের পর সেখানেও আরতি করেছেন তিনি।

বুধবার আবু ধাবিতে বিএপিএস (বোচাসনবাসি ) শ্রী অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থা)-এর উদ্যোগে তৈরি হিন্দু মন্দিরের উদ্বোধনে সেখানে হাজির ছিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার, বিবেক ওবেরয় এবং গায়ক শঙ্কর মহাদেবন।

ওই মন্দির উদ্বোধনের আগে গঙ্গা এবং যমুনার জল ঢেলেছেন প্রধানমন্ত্রী। আবুধাবির শেখ জায়েদ হাইওয়ের ধারে ২৭ একর জায়গা নিয়ে তৈরি করা হয়েছে এই মন্দির। পাথর দিয়ে তৈরি এই মন্দির নির্মাণের খরচ পড়বে প্রায় ৭০০ কোটি টাকা। প্রাচীন হিন্দু মন্দিরের ঢঙেই এই মন্দির তৈরি করা হয়েছে।

এই মন্দির সূত্রে জানা গেছে , “বিজ্ঞানসম্মত ভাবে প্রাচীন বিভিন্ন মন্দিরের আদল একত্রিত করে এই মন্দির বানানো হয়েছে। চাপ, তাপ, সিসমিক মুভমেন্ট মাপার জন্য মন্দিরের প্রত্যেক স্তরে রয়েছে উচ্চ প্রযুক্তির সেন্সর। সেই সেন্সর সব সময় তথ্য পাঠাবে। এই এলাকা ভূমিকম্প প্রবণ। তার থেকে মন্দিরকে সুরক্ষিত করতেই এই পদক্ষেপ করা হয়েছে।” এই মন্দির তৈরিতে কোনও ধাতুর ব্যবহার করা হয়নি বলেও জানিয়েছেন তিনি। রাজস্থান থেকে ২০ হাজার টন পাথর আবুধাবিতে নিয়ে আসা হয়েছে বলেও জানিয়েছেন মন্দির কর্তৃপক্ষ। ২০১৯ সাল থেকেই এই মন্দির তৈরির কাজ চলছিল। পাঁচ বছরের মধ্যে মন্দির তৈরি হয়েছে। তাঁর উদ্বোধন হল মোদীর হাতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here