দেশের সময় ওয়েবডেস্কঃ অভিষেক বন্দ্যোপধ্যায়ের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। জাতীয় সড়কে কেন মিছিল করা হল, তা নিয়ে প্রশ্ন তুলে এই মামলা হয়েছে। সম্প্রতি তৃণমূলের ‘নবজোয়ার’ কর্মসূচি নিয়ে রাজ্যের একাধিক জেলায় পৌঁছেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একের পর এক মিছিল ও সভা করছেন তিনি। তার মধ্যেই এই জনস্বার্থ মামলা দায়ের হল বৃহস্পতিবার। আগামী জুন মাসের দ্বিতীয় সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

চলতি মাসেই উত্তর দিনাজপুরের ইটাহার এবং মুর্শিদাবাদের ফারাক্কায় জাতীয় সড়কে মিছিল করেন বলে অভিযোগ অভিষেক বন্দ্যোাধ্যায়ের বিরুদ্ধে। বিরোধী দলনেতা শুভেন্দুর দাবি, জাতীয় সড়ক আইন অনুযায়ী অনুমতি না নিয়ে কেউ রাস্তা আটকে মিছিল করতে পারবে না। সে কারণেই এই মামলা করা হয়েছে।

উল্লেখ্য, গত সপ্তাহে উত্তর দিনাজপুরে নবজোয়ার যাত্রার দ্বিতীয় দিনে হেমতাবাদ, রায়গঞ্জে জনসভা শেষে ইটাহারে পৌঁছন অভিষেক। সেখানে গোটা রাস্তা কার্যত ভরে যায় তৃণমূলের কর্মী-সমর্থকদের ভিড়ে। সেই সভা নিয়েই মামলা হয়েছে।

অন্যদিকে, শুভেন্দু অধিকারীর সভা নিয়ে জটিলতা জারি আছে এখনও। আগামী ২৭ মে মালদহে শুভেন্দু অধিকারীর সভা করার কথা থাকলেও তাতে মেলেনি অনুমতি। অনুমতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা। পুলিশ প্রশাসনের বক্তব্য, কেন ১৫ দিন আগে অনুমতি চাওয়া হল না? শুভেন্দু অধিকারীর দাবি, অনলাইনে সুযোগ দেওয়া হয়নি, তাই আবেদন পরে করা হয়েছে।

এর আগে ২৪ তারিখ হাওড়ার শ্যামপুরেও একই ঘটনা ঘটে। শুভেন্দুর সভার অনুমতি দেয়নি স্থানীয় প্রশাসন। হাইকোর্টে দিয়ে অনুমতি পান সভার আয়োজকরা। এরই মধ্যে অভিষেকের মিছিল নিয়ে মামলা হল আদালতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here