দেশের সময় ওয়েবডেস্কঃ কয়েক দিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় নজরুল মঞ্চ থেকে পষ্টাপষ্টি বার্তা দিয়েছিলেন, চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান কারা হবেন তা দল ঠিক করে দেবে। এ নিয়ে লবিবাজি করলে চলবে না। সোমবার সন্ধে সাড়ে ছ’টা পর্যন্ত দলগত ভাবে তৃণমূল ১০৮ পুরসভার চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান ঘোষণা করেনি। কিন্তু জেলায় জেলায় ভিন্ন ভিন্ন তালিকায় ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। যা নিয়ে বিভ্রান্তিও ছড়াচ্ছে দলের মধ্যে। ঠিক সেই সময়েই বৈঠকে বসলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷
কলকাতা কর্পোরেশন ভোট থেকে তৃণমূলের তালিকা বিভ্রাট চলছে। ১০৮ পুরসভার প্রার্থী তালিকা নিয়ে জোড়া তালিকার বিভ্রান্তি রাজ্য রাজনীতির আলোচনার বিষয় উঠেছিল। সেই দুই তালিকা নিয়ে সর্বোচ্চ নেতৃত্বের মধ্যেও যে সংঘাত ছিল তা গোপন থাকেনি।
অনেকের মতে, এখন তৃণমূলের সর্বভারতীয় ওয়ার্কিং কমিটি গঠন, পদ বণ্টন, রাজ্য কমিটি গঠন–সবকটি সাংগঠনিক প্রক্রিয়াই হয়ে গিয়েছে। হতে পারে সেই সংঘাত আর ফিরতে দিতে চায় না শাসকদলের শীর্ষ নেতৃত্ব।
এমনিতে, বিভিন্ন পুরসভায় বিভিন্ন জনের নাম চেয়ারম্যান হিসেবে চালিয়ে দিচ্ছেন তাঁদের অনুগামীরা। পুরনো ছবি নতুন করে দিয়েও বহু জায়গায় ধোঁয়াশা তৈরি হচ্ছে। অনেকের মতে, তালিকা নিয়ে যাতে আর বিভ্রান্তি না থাকে সে ব্যাপারেই হয়তো সিদ্ধান্ত নিতে পারেন মমতা অভিষেক। এখন দেখার, এই বৈঠকের পর চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নিয়ে কালীঘাট কোনও তালিকা প্রকাশ করে কি না।