দেশের সময় ওয়েবডেস্কঃ পূর্বাভাস ছিলই। কলকাতায় আজ সকাল থেকেই আকাশের মুখ ভার। ঠান্ডা হাওয়ায় শীতের আমেজও টের পেয়েছেন শহরবাসী। শিলাবৃষ্টি না হলেও সকাল থেকেই ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে কলকাতা ও তার সংলগ্ন এলাকাগুলিতে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ সারাদিনই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণের জেলাগুলিতে। আগামী দু’দিনও বৃষ্টি হতে পারে। নতুন বছর থেকে ফের জাঁকিয়ে ঠান্ডা পরবে উত্তর থেকে দক্ষিণে।
আকাশ মেঘলা থাকলেও গত দু’দিন বৃষ্টি হয়নি কলকাতায়। বৃহস্পতিবার মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেড়েছে। তা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। পাশাপাশি বৃহস্পতিবার সকালে হালকা কুয়াশায় ঢেকেছিল কলকাতা। দক্ষিণবঙ্গের জেলাতেও কোথাও কোথাও ঘন কুয়াশায় ঢেকেছে। বেলা বাড়লেও আকাশ মেঘাচ্ছন্ন থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। সেই সঙ্গে কলকাতার কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিও শুরু হয়েছে।
কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। বুধবার অবশ্য তা পৌঁছে গিয়েছিল সাড়ে ১৭ ডিগ্রিতে। বড়দিনের সময় থেকে কলকাতায় উধাও শীতের কনকনানি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও একই অবস্থা। কলকাতার থেকে কম হলেও সেখানে তাপমাত্রা গত কয়েক দিনে বেড়েছে।
আবহবিদদের একাংশ জানাচ্ছেন, উত্তর-পশ্চিম ভারতে হাজির হওয়া পশ্চিমী ঝঞ্ঝার কারণেই উত্তুরে হাওয়া বাধা পেয়েছে। সেই ঝঞ্ঝা ক্রমশ পূর্বভারতের দিকে বয়ে আসার ফলে রাতের পারদ পতনেও বাধা সৃষ্টি করছে। এই ঝঞ্ঝার প্রভাব কাটলেই বাধাহীন ভাবে বইবে উত্তুরে হাওয়া। তখন ফের ফিরবে ঠান্ডার আমেজ।
নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসবে জানুয়ারি শুরুতে। এখন ঘূর্ণাবর্ত রয়েছে বিহার এলাকায় এবং বৃষ্টি অক্ষরেখা তৈরি হয়েছে রাজস্থান থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত। পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে পূর্ব ভারতে। তাই বর্ষশেষে বৃষ্টির সম্ভাবনা আছে এ রাজ্যেও। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া,পশ্চিম বর্ধমান ও বীরভূমে। দার্জিলিং ও কালিম্পঙে আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা আছে।
আজ কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। সেইসঙ্গে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৪ এবং ১৭ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।