নিজস্ব প্রতিনিধি- বুধবার যুবভারতীতে ডুরান্ড কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল-গোকুলাম ও মোহনবাগান-রিয়াল কাশ্মীর মুখোমুখি
হবে। দুটো সেমিফাইনালেই প্রবল লড়াই হবে বলে মনে করা হচ্ছে।


গোকুলাম ম্যাচের আগে খোশমেজাজে রয়েছেন ইস্টবেঙ্গল কোচ আলেজান্দ্রো মেনেন্দেজ। যদিও প্রতিপক্ষ গোকুলামকে গুরুত্ব
দিচ্ছেন লাল-হলুদ কোচ। পাশাপাশি গোকুলামের স্প্যানিশ কোচ ভালেরা ও দলের স্ট্রাইকার মার্কাসকেও গুরুত্ব দিচ্ছেন তিনি।
মঙ্গলবার যুবভারতীর ট্রেনিং গ্রাউন্ডে অনশীলনের পরে আলেজান্দ্রো বলেন, ’মার্কাসের জন্য আমার পরিকল্পনা তৈরি।

তবে একজন
ফুটবলার কখনই সবকিছু বলতে দিতে পারেনা। আমরা গোকুলামকে সমীহ করছি। ’
সেমিফাইনালে দুই স্প্যানিশ কোচের লড়াই প্রসঙ্গে লাল-হলুদ কোচ বলেন, ’আমি ওসব নিয়ে ভাবতে চাইছি না। নিজের দল নিয়ে
ফোকাস করছি। দলের জয় ছাড়া আর কিছুই ভাবছি না। ’

আর দুটো ম্যাচ জিতলেই ভারতে প্রথম ট্রফি জিতবেন। যদিও সেটা নিয়ে ভাবছেন না। আলেজান্দ্রো বলেন, ’ ট্রফি জিততে চাই।
তবে না জিতলে জীবন থেকে থেমে থাকবে না।

এদিকে, কাশ্মীর বধের জন্য তৈরি মোহনবাগানও। বেইতিয়া ও সিলভা চামোরোকে নিয়েই বাজিমাত করতে চান কিবু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here