জয়েরলক্ষ্যে আনন্দে উচ্ছ্বসিত আপকর্মী ও সমর্থকদের উল্লাস। আপ অফিসের সামনে জনসমুদ্র: ছবি: ফেসবুক এর সৌজন্যে৷

দেশের সময় ওয়েবডেস্কঃ সকাল আটটা থেকে শুরু হয়েছে দিল্লির বিধানসভা ভোটের গণনা। কড়া নিরাপত্তায় চলছে দিল্লির ৭০টি কেন্দ্রের ভোট গোনা। গত ৮ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হয় দিল্লিতে। পরের দিন অর্থাৎ রবিবার সন্ধেবেলা নির্বাচন কমিশন ফাইনাল ট্যালি করে জানায় দিল্লিতে এবার ভোট পড়েছে ৬২.৫৯ শতাংশ। ২০১৫ সালে ৬৭ শতাংশের মতো ভোট পড়েছিল দিল্লিতে। সেই তুলনায় এবার ভোটদানের হার কিছুটা কম। রাজনৈতিক মহলের বাড়তি নজর এবার দিল্লির ভোটের দিকে। কুর্সিতে অরবিন্দ কেজরিওয়ালের হ্যাটট্রিক নাকি তীব্র মেরুকরণে বাজিমাত করে ক্ষমতায় আসবে বিজেপি। কতটাই বা লড়াই দেবে কংগ্রেস। প্রতি মুহূর্তের লাইভ আপডেট পেতে এই প্রতিবেদনটিকে রিফ্রেশ করুন

দিল্লি বিধানসভা ভোটের ফল
● মোট আসন ৭০

🔷আম আদমি পার্টি (আপ) – – ৬২

🔶ভারতীয় জনতা পার্টি (বিজেপি) – o৮

⛯কংগ্রেস – ০০
⚀অন্যান্য – ০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here