দেশের সময়ওয়েব ডেস্কঃ অত্যাবশকীয় পরিষেবা বা পণ্য সরবরাহে যুক্ত ব্যক্তিদের যাতে লকডাউন চলাকালীন কোনও সমস্যা না-হয়, তা নিশ্চিত করতে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশ মেনেই কলকাতা পুলিশ এলাকার বাসিন্দাদের জন্য অনলাইনে ই-পাস দেওয়ার ব্যবস্থা করেছে লালবাজার। এই পদ্ধতির সূচনা করেন কলকাতা পুলিশ কমিশনার অনুজ শর্মা।

লকডাউনের নবম দিনেও দেখা যাচ্ছে অপ্রয়োজনীয় বেশ কিছু গাড়ি রাস্তায় চলছে। লকডাউনের তোয়াক্কা না করেই অনেকে বেরিয়ে পড়ছেন। এমন অবস্থায় কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা স্পষ্ট নির্দেশ দিলেন, যাঁর কাছে বৈধ ই-পাস আছে তাঁকেও যথাযথ কারণ দেখাতে হবে, কেন তিনি সেই সময়ে গাড়ি নিয়ে বেরিয়েছেন। লকডাউন ভেঙে শহরের রাস্তায় অকারণে বেরোলেই কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে কর্তব্যরত পুলিশ কর্মীদের। এই নিয়ম থেকে রেহাই পাবে না কেন্দ্র বা রাজ্য সরকার/সংবাদমাধ্যম অথবা পুলিশের বোর্ড লাগিয়ে ঘোরা গাড়িগুলিও। পুলিশকে নম্রভাবে শক্ত হাতে ব্যবস্থা নিতে বলা হয়েছে।

নিয়ম ভাঙলে নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইপিসি ধারা u/188 লাগু করা হবে বলেও জানিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে শহরের সব থানার অফিসার ইন চার্জকেও নির্দেশ দেওয়া হয়েছে টি পি গার্ডদের সঙ্গে সহযোগিতা করতে। টি পি গার্ড থেকে যদি কোনও ব্যক্তি বা গাড়িকে লকডাউন অমান্য করার জন্যে থানায় পাঠানো হয়, অবিলম্বে যেন তাদের বিরুদ্ধে u/188 ধারায় কেস রুজু করা হয়

অবাঞ্ছিত গাড়ির পাশাপাশি কড়া নজরে রাখতে বলা হয়েছে বড় বাড়ি এবং ইএম বাইপাস সংলগ্ন হাই এন্ড আবাসনগুলির উপরেও।
করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে গোটা দেশে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। ২৪ মার্চ থেকে সারা দেশে চলছে লকডাউন। করোনা ঠেকাতে বারবার ঘরে থাকতে বলা হচ্ছে মানুষকে। সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। নিত্য প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করা ছাড়া বাড়ির বাইরে যেতে বারণ করা হচ্ছে সবাইকে। কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করেই রাস্তায় বেরিয়ে ঘুরছেন অনেকে। জটলা করছেন। অকারণে ভিড় বাড়াচ্ছেন বলে অভিযোগ উঠছে বারবার। এবার এই অযাচিত ভিড়ে নজরদারি চালাতে ড্রোন ব্যবহার শুরু করল উত্তরপাড়া কোতরং পুরসভা।

বৃহস্পতিবার থেকে উত্তরপাড়া থানার সঙ্গে যৌথভাবে শুরু হল এই কর্মসূচি। পুরপ্রধান দিলীপ যাদব বলেন, ‘‘লকডাউন চলছে সবাই জানেন। কিন্তু সমস্ত নিয়মকানুন অগ্রাহ্য করেই বিনা কারণে রাস্তায় বেরিয়ে পড়ছেন লোকজন। পুরসভার ২৪টা ওয়ার্ডের সর্বত্র নজরদারি চালাতে একটু অসুবিধা হচ্ছিল। তাই এবার ড্রোনের সাহায্য নেওয়া হচ্ছে। যাতে অনেক দূর থেকে নজরদারি চালিয়ে ভিড় হটানো যায়।’’

উত্তরপাড়া থানার আইসি সুপ্রকাশ পট্টনায়েক জানান, কিছু লোক যেমন অকারণে বাড়ির বাইরে বেরিয়ে আসছেন, তেমনই আবার অনেকে কিন্তু ভিড় দেখলেই তাঁদের কাছে অভিযোগ করছেন। কিছু ক্ষেত্রে অভিযোগ পেয়ে পুলিশ গিয়ে ভিড় হটিয়ে দিচ্ছে। তবে সবসময় খবর পাওয়া যাচ্ছে না। তাই এই ব্যবস্থা। তিনি বলেন, ড্রোনের ছবি দেখে এবার আমরা ভিড়ে নজরদারি চালাতে পারব। প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে পারব।’’


অ্যাপসের মাধ্যমে উত্তরপাড়া থানার আইসি ও উত্তরপাড়া কোতরং পুরসভার চেয়ারম্যানের মোবাইলের সঙ্গে ড্রোন কানেক্ট করা হয়েছে। তারফলে তাঁরা যেখানেই থাকুন, কোথাও ভিড় জমলেই তা নজরে আসবে। উত্তরপারা কোতরং পুরসভার ২৪টি ওয়ার্ডেই সকাল-বিকেল এভাবে নজরদারি চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here