দেশের সময় ওয়েবডেস্কঃ দক্ষিণবঙ্গে কার্যত ভ্যাপসা গরমের পরিস্থিতি। মাঝে মাঝে হাল্কা বৃষ্টির দেখা মিলছে, কিন্তু গরমে কার্যত অস্বস্তিতে শহরবাসী।গত কয়েকদিনের বৃষ্টির পর বৃহস্পতিবারও হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের বিভিন্ন জেলায় । আবহাওয়া দফতর জানাচ্ছে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও, বাকি জায়গায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে চলবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত।  ১৬ তারিখের পরে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। তখন উত্তরের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 

সকাল থেকেই মেঘের ফাঁক দিয়ে রোদের তীব্র ঝলকানি লক্ষ্য করা যাচ্ছে। বৃষ্টির সম্ভাবনার মাঝেই রয়েছে তাপমাত্রার পারদ বৃদ্ধির সম্ভাবনা। তবে সকালের দিকে উত্তরের বেশিরভাগ এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় থাকছে। গরম বাড়ায় নাজেহাল সকলে। বিক্ষিপ্ত বৃষ্টি হলেও এখনও রেহাই মিলছে না গরম থেকে। 
অনেক আগে মৌসুমি বায়ু রাজ্যে প্রবেশ করলেও, এখনও বর্ষার বৃষ্টি থেকে বঞ্চিত রাজ্যবাসী। সেক্ষেত্রে জানা যাচ্ছে, বারবার নিম্নচাপ অক্ষরেখা তৈরির জেরে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
 

কয়েকদিন আগেই প্রবল বৃষ্টিপাতে ভিজেছিল শহর কলকাতা। রেকর্ড পরিমাণে সেই বৃষ্টিতে কার্যত জলমগ্ন হয়ে গিয়েছিল কলকাতার গুরুত্বপূর্ণ এলাকাগুলি। তারপর থেকেই শহরে খুব একটা ভারী বৃষ্টিপাত হয়নি।

আজকের দিনে কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে মেঘ বৃদ্ধি পাবার সম্ভাবনা রয়েছে।উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও, দক্ষিণে রয়েছে বিক্ষিপ্তভাবে দু এক পশলা বৃষ্টির সম্ভাবনা।

উত্তরপ্রদেশ, বিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও, আগামী ৪-৫ দিন বাংলার উত্তর এবং দক্ষিণের তাপমাত্রার বিশেষ কোন পরিবর্তন হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে আজ তাপমাত্রার পারদ কিছুটা চড়তে পারে বলে জানা গিয়েছে।

আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here