দেশের সময়:ওয়েবডেস্ক:নিম্নচাপের কালো মেঘ ঘনাচ্ছে পশ্চিম ও উত্তর–পশ্চিম বঙ্গোপসাগরের ওপর। রবিবার এই কথাই জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। সুতরাং শীতের হাওয়া আপাতত থমকে যাচ্ছে মাঝপথেই৷ আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, শীত–শীত ভাব থাকলেও প্রকৃত শীত পড়তে এখনও বেশ দেরী। তার আগে দুশ্চিন্তা বাড়াচ্ছে নিম্নচাপ। এই নিম্নচাপের জেরে রবিবার সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে৷ কোথাও কোথাও কুয়াশাও ছিল ভোরের দিকে। সোমবার থেকে আরও খারাপ হবে আবহাওয়া।, দুই ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুরেও। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার রাতের মধ্যেই মৎস্যজীবীদের ফিরতে নির্দেশ দেওয়া হয়েছে। ২৯–৩০ অক্টোবর সমুদ্রে যাওয়ার ওপর জারি হয়েছে নির্দেশিকা। বঙ্গ এবং ওড়িশা উপকূল ও পশ্চিম–মধ্য বঙ্গোপসাগরের দিকে যেতে বিশেষ করে নিষেধ করা হয়েছে ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here