‘পর্যটন’

নীলাদ্রি ভৌমিক-

সিরিয়ালের গল্পের মতো কথা চালাচালি করি

আঙুলে আঙুলে আয়কর মুক্ত দৈব্যতার ছোঁয়া

ক্রমশ,বেআব্রু হয়ে পড়ে দৃষ্টির গোপন লকগেট

শবসাধনার বৃত্ত ভেঙে চৈতন্য সঞ্চার হয়

আমিও জীবন খুঁজি আমাদের ভূবনীকরণ

বৈশাখী দুপুর ভরে উপাদান ইচ্ছাপূরণের

শরীরে শরীরে লগ্ন বন্ধুত্বের বর্ণময় পথ

বল মেয়ে,তুমি কি নিশ্চিত নিয়ে যাবে পর্যটনে?

হাওয়া যে উড়ে যায় সমবেত নারী দিবসের

গ্রহণে সম্মত হলে তুলে নাও শ্রেষ্ঠ অর্ঘ্য ওম্

নীতিমালা ছিঁড়ে মৌলিক শরীর পাগল পাগল

কোথায় পালাবে রাই? নিবেদনে তুমুল জোয়ার

হ্লাদিনীর পটে লহরা বাজিয়ে নৃত্য সমারোহ

এসো,তবে রূপকার সময়ের প্রতিনিধি হই৷

~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~ ~

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here