দেখুন ভিডিও:

অর্পিতা দে ,দেশেরসময়,কলকাতা:কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পঁচিশ বছরে একেবারে নতুন সাজে সেজে উঠলো নন্দন রবীন্দ্রসদন চত্বর ৷ এবারের চলচ্চিত্র উৎসবে কলকাতার সিনেমাপ্রেমীদের জন্য রয়েছে সারা পৃথিবীর নানা দেশের বহু গুরুত্বপূর্ণ ছবি৷ প্রায় ১৫ টি গুরুত্বপূর্ণ বিভাগে মোট সর্বমোট ২১৩ টি পূর্ণদৈর্ঘের চলচ্চিত্র দেখানো হচ্ছে ৷এরই সঙ্গে রয়েছে ১৫৩টি স্বল্পদৈর্ঘ্যের ছবি ও তথ্যচিত্র । এবারের চলচ্চিত্র উৎসবের ফোকাস কান্ট্রি জার্মানি । জার্মান ক্লাসিক্স এর মধ্যে প্রদর্শিত হলো ‘ক্যাবিনেট অফ ডক্টর ক্যালিগ্যারি’, ‘নসফেরাতু’, ‘মেট্রোপলিস’ ইত্যাদি ; এছাড়া ভারত জার্মান যৌথ উদ্যোগে নির্মিত ছবি ‘সিরাজ : এ রোম্যান্স অফ ইন্ডিয়া’, জার্মান পরিচালকের ভারতীয় ছবি ‘অচ্ছুৎ কন্যা’ ৷নতুন জার্মান চিত্র নির্মাতাদের মধ্যে স্ক্লনডর্ফ, আলেক্সজান্ডার ক্লুগে, ফাসবিন্ডার প্রমুখ ৷ জার্মানির বেশকিছু বিখ্যাত এনিমেশন ছবি ও তথ্যচিত্র দেখানো হলো এবারের উৎসবে । শতবার্ষিকী বিভাগে শ্রদ্ধা জানানো হলো গীতিকার মজরুহ সুলতানপুরি, সুরকার নওশাদ, চিত্রপরিচালক অরবিন্দ মুখোপাধ্যায়, জিলো পন্টিকার্ভো, অভিনেত্রী করুণা বন্দোপাধ্যায় এবং মান্না দে-র প্রতি ৷প্রতিযোগিতামূলক বিভাগে ভারতীয় ভাষার ছবির সংখ্যা ১৪ টি ৷ এশিয়ান সিলেক্ট বিভাগে ছবির সংখ্যা ৯ টি যার মধ্যে বাংলাদেশ, ভারতবর্ষ, আফগানিস্তান ও তাজিকিস্তানের ছবি প্রদর্শিত হলো ৷ এবারের চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতামূলক ভারতীয় স্বল্প দৈর্ঘের ছবির সংখ্যা ২০ টি ও তথ্যচিত্রের সংখ্যা ১২ টি। এছাড়াও রয়েছে ৭৬ টি স্বল্প দৈর্ঘের ছবি এবং ৪৫ টি তথ্যচিত্র ৷এই বিপুল সম্ভার নিয়েই কলকাতার মোট ১৭ টি প্রেক্ষাগৃহ – নন্দন ১, ২, ৩ , রবীন্দ্রসদন, শিশিরমঞ্চ, সল্টলেকের রবীন্দ্র ওকাকুরা ভবন, আইনক্স সিটি সেন্টার ১, নজরুলতীর্থ, এছাড়া মিনার, বিজলি, অজন্তা, নবীনা, প্রিয়া, নিউএম্পায়ার হাওড়ার পি ভি আর, রিভারসেড মল এ আন্তর্জাতিক চলচিত্র উৎসব চলছে ৷ ফেস্টিভ্যাল এর একতারা মুক্তমঞ্চে তারার মেলা৷প্রতিদিন সন্ধ্যায় সিনেমা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা ও আড্ডায় অংশগ্রহণ করলেন রুপোলি পর্দার বহু বিশিষ্ট মানুষ ও ব্যক্তিবর্গ ৷ সুতরাং বলাই বাহুল্য যে সিনেমাপ্রেমীদের কাছে এবারের ২৫ তম কলকাতা চলচ্চিত্র উৎসব আক্ষরিক অর্থে বেশ জমজমাট ৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here