দেশের সময় ওয়েবডেস্কঃ উত্তর ২৪ পরগনা গাইঘাটা ব্লকের শিমুলপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান কণা গুহর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন দলেরই ১১ সদস্য । গ্রাম পঞ্চায়েতের ২০ সদস্যের ১৩ জন ছিল তৃণমূল কংগ্রেসের ৭ জন ছিল বিজেপির । তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য ব্যক্তিগত কারণে পদত্যাগ করেন । বর্তমানে তৃণমূলের ১২ সদস্যের মধ্যে ১১ জন সদস্য তৃণমূল কংগ্রেসের প্রধান কনা গুহর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন। দেখুন ভিডিও:

গত ২৩ তারিখ কনা গুহ ইস্তফা পত্র জমা দেন বিডিও অফিসে । তবুও আজ অনাস্থা নিয়ে ভোটাভুটিতে অংশগ্রহণ করে তৃণমূলেরই ১১ সদস্য । বিজেপির ৭ সদস্য অনাস্থা ভোটে অংশগ্রহণ করেনি । ১১ সদস্যের ব্যালটের ভোটে অনাস্থা প্রস্তাব পাস হয় ।

প্রসঙ্গত কনা গুহর স্বামীর ধ্যানেশ নারায়ন গুহ বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন ।

অনাস্থা ভোটাভুটির পরে কনা গুহ জানান আমি আগেই ইস্তফা দিয়েছিলাম তাও কেন ভোট হলো আমার জানা নেই । ভয়ে আছি বাড়িতে তালা বন্ধ করে রাখতে হচ্ছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here