দেশের সময় ওয়েবডেস্কঃ তাঁর সাফল্যে ভারত গর্বিত – অর্থনীতিতে নোবেলের জন্য মনোনীত অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট করে তিনি তাঁদের আলোচনার ছবিও প্রকাশ করেছেন। অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নোবেল পাওয়ার পর তাঁর মতাদর্শ নিয়ে প্রশ্ন তুলে বিতর্ক তৈরি করেছিলেন মোদী সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী পীযূষ গয়াল। তাঁর বামপন্থী দৃষ্টিভঙ্গি ও কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারে থাকা ন্যায় প্রকল্প অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন গয়াল। এই আবহেই অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাক্ষাৎ।

টুইট করে প্রধানমন্ত্রী মোদী বলেন,

“নোবেলজয়ী অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দারুণ কথাবার্তা হয়েছে। মানুষের ক্ষমতায়ন নিয়ে তাঁর আগ্রহ খুবই স্পষ্ট। বিভিন্ন বিষয়ে আমাদের সহৃদয় ও বিস্তারিত কথাবার্তা হয়েছে। আমি ভবিষ্যতে তাঁর আরও সাফল্য কামনা করি।”

একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখন তিনি গুজরাটে কাজ করেছেন এবং তাঁর অভিজ্ঞতা খুবই ভাল।

তিনি বলেছিলেন, “আমার অর্থনৈতিক চিন্তাভাবনার মধ্যে কোনও পক্ষপাতিত্ব নেই। আমরা বিভিন্ন রাজ্যের দেওয়া সংখ্যা (পরিসংখ্যান) নিয়ে কাজ করি, এর মধ্যে অনেক জায়গাতেই বিজেপি সরকার রয়েছে। আমি গুজরাট দূষণ (নিয়ন্ত্রণ) পর্ষদের সঙ্গে কাজ করেছি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন (নরেন্দ্র) মোদী। সত্যিই আমাদের দারুণ অভিজ্ঞতা হয়েছিল। আমার মনে হয়, ওঁরা তথ্য হাতে নিয়েই কাজ করতে চান এবং ওঁরা ওঁদের অভিজ্ঞতা কাজে লাগিয়েই নীতি নিরুপণ করতে চেয়েছিলেন। ”

তাঁকে বামঘেঁষা বলে পীযূষ গয়াল মন্তব্য করেছিলেন, “অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নোবেলজয়ী, আমি তাঁকে অভিনন্দন জানাচ্ছি। তবে আপনারা সকলেই তাঁর মতাদর্শ সম্পর্কে অবহিত। তাঁর ধ্যানধারণা বামঘেঁষা। তিনি ন্যায় প্রকল্পের কথা ভেবেছিলেন, তবে ভারতের জনগণ তাঁর সেই ধারণা নস্যাৎ করে দিয়েছে। ”

২০১৯ সালে অর্থনীতিতে নোবেল পেয়েছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, তাঁর স্ত্রী এস্থার ডাফলো এবং মাইকেল ক্রেমার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here