হাবড়ায় খাদ্য বিভাগের প্রায় সাড়ে তিন কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার চালকল মালিক

0
1869

দেশের সময় ওয়েবডেস্কঃ খাদ্য দফতরের সাড়ে তিন কোটি টাকা প্রতারণার অভিযোগে এক চালকল মালিককে গ্রেফতার করল হাবড়া থানার পুলিশ। দু’বছরের বেশি সময় ধরে সে ফেরার ছিল। এদিন তাকে আদালত তোলা হবে।

চাষিদের থেকে ধান কেনার জন্য খাদ্য বিভাগের কাছ থেকে সাড়ে তিন কোটি টাকার চেক পেয়ে তা ভাঙিয়ে নিয়েছিল হাবড়ার এক চালকল মালিক। সেই ধান থেকে যে চাল পাওয়ার কথা ছিল খাদ্য দফতর তা পায়নি। চাল বা টাকা কিছুই আদায় করতে না পেরে ওই টাকা আত্মসাত করা হয়েছে বলে ২০১৮ সালের এপ্রিল মাসে খাদ্য বিভাগের তরফে হাবড়া থানায় অভিযোগ দায়ের করা হয়। 

তদন্তে নামে হাবড়া থানার পুলিশ। এরপরে ওই চালকল বন্ধ করে পালিয়ে যায় অভিযুক্ত বছর আটচল্লিশের রাজদীপ রায়। সে আদৌ চাষিদের কাছ থেকে চাল কিনেছিল কিনা সেকথাও এখনও জানা যায়নি।

দীর্ঘ দিন ধরে খোঁজার পরে রবিবার বিকেলে তাকে নারায়ণপুর থানা এলাকা থেকে গ্রেফতার করে হাবড়া থানার পুলিশ। আজ সোমবার ধৃতকে তোলা হচ্ছে বারাসত আদালতে। ধৃতের বিরুদ্ধে অন্য বিভিন্ন থানাতেও প্রতারণার অভিযোগ আছে বলে পুলিশ সূত্রে জানাগিয়েছে।

Previous articleপুবালি হাওয়ায় ইলিশের ঝাঁক ধরতে সাগর অভিযানে লক্ষাধিক মৎস্যজীবী
Next articleলকডাউন বাড়ছে না, কনটেনমেন্ট জোনে কড়া বিধি পালনের জন্য পরামর্শ মোদীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here