পাক সেনা কনভয়ে আত্মঘাতী হামলা, নিহত অন্তত ন’জন সেনা,আহত১১

0
745

দেশেরসময় ওয়েবডেস্কঃ পাকিস্তানের কোয়েটা শহরে সেনা কনভয়ে আত্মঘাতী হামলা৷ নিহত অন্তত ন’জন পাক সেনা, আহত ১১ জন।

সূত্রের খবর, রবিবার বিকেলে বালুচিস্তানের নিকটবর্তী তুর্বত ও পঞ্জগরের মাঝামাঝি এলাকায় পাকিস্তান সেনা কনভয়ে এই আত্মঘাতী হামলা হয়েছে।দ্য বালুচিস্তান পোস্টের একটি রিপোর্ট অনুযায়ী, বালুচিস্তান লিবারেশন ফ্রন্ট ও বালুচ রিপাবলিকান গার্ডস এই বিস্ফোরণের দায়ভার নিয়েছে। প্রসঙ্গত, আজই পাকিস্তানে পৌঁছেছেন সৌদি শাসক মহম্মদ বিন সলমন ।

পুলওয়ামা হামলা নিয়ে ইতিমধ্যেই ভারত ও পাকিস্তানের মধ্যে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে । যদিও পুলওয়ামা হামলার দায় অস্বীকার করেছে পাকিস্তান ৷

ছবি-সংগৃহীত,

Previous articleসরকারি নিরাপত্তা কেড়ে নেওয়া হলো ৫ বিচ্ছিন্নতাবাদী নেতার
Next articleপ্লাজার কাঁটায় বিঁধে,যুবভারতীতে আটকে গেল ইস্টবেঙ্গল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here