তিনকন্যা – কুমোরটুলির মহিলা শিল্পীরা

0
725

অর্পিতা দে, কলকাতা:

দুর্গাপুজোর বাকি আর মাত্র হাতেগোনা কয়েকটাদিন। এর মধ্যেই আবার বৃষ্টির চোখ রাঙানি৷ তবে কলকাতার কুমোর পাড়ায় এখন ব্যস্ততা তুঙ্গে। আর এখানকার কুমারপাড়ার কথা বলতে গেলে আমাদের প্রথমেই কুমোরটুলির নামই মনে পরে যায়৷দেখুন ভিডিও

আর এই কুমোরটুলির শিল্পীদের কাজ আজ পৃথিবী বিখ্যাত।

তবে এহেন মৃৎশিল্পীদের মধ্যে বর্তমানে মহিলা মৃৎশিল্পীরা আজ এক বিশেষ জায়গা করে নিয়েছেন পুরুষ শিল্পীদের মধ্যে৷ এইসব মহিলা শিল্পীরা মূলতঃ সাবেকি ছোট, বড়, মাঝারি সবধরণের একচালার প্রতিমাই তৈরী করেন৷ বাড়ির দূর্গাপুজোগুলিতেই তাদের প্রতিমার চাহিদা বেশি৷ তবে তাদের তৈরী প্রতিমা এখন বিদেশেও পাড়ি দেয়।এদের মধ্যে কেউ আবার আর্টের বড় দূর্গা প্রতিমাও বানান৷

Previous articleকেঁপে উঠল কাশ্মীর, কম্পন দিল্লিতেও, ভূমিকম্প উত্তর ভারত জুড়ে
Next articleমহালয়ার আগে কমছে না বৃষ্টি, ভারী বর্ষণের পূর্বাভাস,জানিয়ে দিল হাওয়া অফিস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here