দেশের সময়, বসিরহাট : পাঁচ বছর পার করে ষষ্ঠ বছরে পা দিয়েছে ইছামতি সংবাদ পত্রিকা। গত ১২ ডিসেম্বর এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় ষষ্ঠ বছরের প্রথম সংখ্যা প্রকাশের মধ্য দিয়ে শুভ সূচনা হয়ে গেল আগামী দিনের চলার পথ। বিশেষ আলোচনা, সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিকণ্ঠে কবিতা পাঠের মধ্য দিয়ে উদযাপিত হয় দিনটি। বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে আলোকিত হয়ে ওঠে অনুষ্ঠান মঞ্চ।

প্রতিবছরের মতো এবছরও বসিরহাট শহর থেকে প্রকাশিত একমাত্র নিয়মিত পাক্ষিক পত্রিকা ইছামতি সংবাদ এর উদ্যোগে আয়োজন করা হয়েছিল বার্ষিক অনুষ্ঠান। বসিরহাট টাউন হল মঞ্চে ১২ ডিসেম্বর ২০২১, রবিবার সান্ধ্যকালীন অনুষ্ঠান মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখিকা সফিউন্নিসা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন একাডেমী পুরস্কারপ্রাপ্ত স্বদেশ পত্রিকার সম্পাদক পান্নালাল মল্লিক। এছাড়াও বিশেষ অতিথির আসন অলংকরণ করেন সাহিত্যিক পরেশ ভট্টাচার্য, সাহিত্যিক সমুদ্র বিশ্বাস, অধ্যাপক নারায়ন দাশ, সুদিন বিশ্বাস, আমির আলী, দীপক বসু, বসিরহাট পৌরসভার পৌর প্রশাসক আসিত মজুমদার ও বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক সপ্তর্ষি ব্যানার্জী সহ বিশিষ্ট অতিথিরা।

পত্রিকার ষষ্ঠ বছরের প্রথম সংখ্যা প্রকাশ উপলক্ষে ‘আঞ্চলিক পত্রিকা ও সামাজিকতা’ শিরোনামে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল এ দিন। যার প্রধান বক্তা হিসেবে আলোকপাত করতে গিয়ে বিশেষভাবে লিটিল ম্যাগাজিন এর তাৎপর্য তুলে ধরেন বিশিষ্ট লেখিকা সফিউন্নিসা মহাসায়া।

একই বিষয়ে আলোকপাত করেন অধ্যাপক নারায়ন দাশ, সাহিত্যিক সমুদ্র বিশ্বাস, বিধায়ক সপ্তসী ব্যানার্জি। এদিনের মঞ্চ থেকে পত্রিকার শরৎকালীন বিশেষ সংখ্যা ‘নারী সংখ্যার’ পর্যালোচনা করেন বিশিষ্ট সমাজসেবী দীপক বসু। এবছর পত্রিকার পক্ষ থেকে ‘ইছামতি সংবাদ সম্মান’ তুলে দেওয়া হয় সাহিত্যিক সমুদ্র বিশ্বাস মহাশয় এর হাতে। শিশু শিল্পী স্বাগতমা পালের নিত্য ও মলয় মন্ডল এর যন্ত্র সঙ্গীতের মূর্ছনায় বাড়তি মাত্রা যোগ করে এদিনের অনুষ্ঠানে।

সবশেষে কবিকণ্ঠে কবিতা পাঠের আসর এ যোগদেন কমল কুমার সাহা, আলিফজর আলজামান, আব্দুল্লাহ সাহাজী, কাজল দত্ত, মলয় হালদার, লালটু সান্যাল, আমির আলী, সুদিন বিশ্বাস, শরবত আলী মন্ডল, আনারুল হক, মনিরুল ইসলাম, আশীষ হালদার, মাকফুর রহমান, সুজিত বালা, ভবসিন্ধু গায়েন। পনিতা দে’র উদ্বোধনী সংগীত এর মধ্য দিয়ে শুভ সূচনা হয় অনুষ্ঠান। অনুষ্ঠানের স্বাগত ভাষণ দেন সম্পাদক পরিমল দে। বরুণ পাল ও পনিতা দে’র যৌথ সঞ্চালনায় প্রাণ ফিরে পায় পুরো অনুষ্ঠানটি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here