টোকিয়ো অলিম্পিকে দেশের দূত সৌরভ!

0
341

দেশের সময় ওয়েবডেস্কঃ বাঙালিদের জন্য দারুণ খবর। চলতি বছর টোকিয়ো অলিম্পিকসে টিম ইন্ডিয়ার গুডউইল অ্যাম্বাস্যাডর হওয়ার জন্য বিসিসি আই প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়কে অনুরোধ জানাল ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন

আইওএ-র সেক্রেটারি জেনারেল এই সম্মান দেওয়ার প্রস্তাব জানিয়ে চিঠি পাঠিয়েছেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ককে। চিঠিতে বলা হয়েছে, ‘টোকিয়ো ২০২০-তে ১৪-১৬টি খেলায় আমাদের ১০০-২০০ অ্যাথলিট অংশ নেবে বলে আমরা আশা করছি। দলে সিনিয়রদের পাশাপাশি তরুণ অ্যাথলিটরাও রয়েছেন যাঁদের অলিম্পিকসে অভিষেক ঘটবে।’

সৌরভের উদ্দেশে চিঠিতে বলা হয়েছে, ‘কোটি কোটি মানুষের বিশেষত যুবদের কাছে আপনি অনুপ্রেরণা। প্রশাসক হিসেবে আপনি সবসময় তরুণ প্রতিভাদের তুলে ধরেছেন। টোকিয়ো ২০২০ অলিম্পিকসে টিম ইন্ডিয়া আপনার সঙ্গ পেলে তাতে তরুণ অ্যাথলিটরা চাঙ্গা হবেন বলে আশা রাখি। এটা দেশের অলিম্পিকের জন্য একটা বড় ব্যাপার হবে। আশা করব, অলিম্পিক গেমস টোকিয়ো ২০২০-এ টিম ইন্ডিয়াকে আপনি সাহায্যের হাত বাড়িয়ে দেবেন বলে আশা রাখছি।’
২০১৬ সালের রিও গেমসে দেশের গুডউইল অ্যাম্বাস্যাডর হিসেবে উঠে এসেছিল ক্রিকেট কিংবদন্তি সচিন তেন্ডুলকর, বেজিং অলিম্পিকসের সোনার পদকজয়ী অভিনব বিন্দ্রা, অভিনেতা সলমান খান ও সুরের জাদুকর এআর রহমানের নাম।

চলতি বছর ২৪ জুলাই থেকে শুরু হচ্ছে টোকিয়ো অলিম্পিক। চলবে ৯ অগস্ট পর্যন্ত।

Previous articleস্ত্রীর মাথা কেটে তা হাতে নিয়ে দোলাতে দোলাতে দিব্যি থানায় এলেন স্বামী!‌গাইলেন জাতীয় সঙ্গীত
Next articleকংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here