কেরলে দুর্ঘটনাগ্রস্থ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী জানালেন জ্যোতিপ্রিয়

    0
    1072

    দেশের সময় ,গাইঘাটা: “কেরলে ঘুরতে গিয়ে বাগদার তিনজনের মৃত্যু হয়েছে এতে বিচলিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার তত্বাবধানেই ওই পরিবারের লোকেদের পাশে আছেন মুখ্যমন্ত্রী। মৃতদেহ কেরল থেকে নিয়ে আসার ব্যাপারে সব রকমের সহযোগিতা তিনি করছেন।

    শুধু তাই নয়, যে তিনজন গুরুতর আহত তাদেরকে উন্নত চিকিৎসা পরিসেবা দিতে হবে কেরল সরকারকে । আর চিকিৎসার সব খরচ কেরল সরকার কে দেবেন মুখ্যমন্ত্রী। এরকম কথা বলার সাহস, হিম্মত একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়েরই আছে।

    মমতা বন্দ্যোপাধ্যায় যদি না থাকতেন তাহলে পশ্চিমবঙ্গ থেকে ৩৪ বছর কেনো,৬৮ বছর পিছিয়ে যেতাম আমরা। আমাদের সকলেরই উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঁচিয়ে রাখা।”—–

    রবিবার বিকালে গাইঘাটার কালুপুর তিলির মাঠ এলাকায় মহিলা পরিচালিত দূর্গাপূজার বিজয়া সম্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে এই কথাই বললেন রাজ্যের খাদ্য ও খাদ্য সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

    Previous articleকালীপুজোর ভোগ:
    Next articleকাল ব্যাঙ্ক ধর্মঘট,আজই মিটিয়ে নিন প্রয়োজনীয় কাজ

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here